প্রবাদমালা (১৮৬৮)/ম

উইকিসংকলন থেকে
জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৯৪-১০৬)
◄  
  ►

  1. মটর ভরে মসুরি চেপ্‌টা।
  2. মধ্বাভাবে গুড়ং দদ্যাৎ।
  3. মন্‌কে চক্ষু ঠারা।
  4. মন গুণে ধন, এমান্‌ গুণে বরকৎ।
  5. মন চাঙ্গা তো কাঠুরে গঙ্গা।
  6. মন চায় ধন, দেয় কোন জন।
  7. মন না মুড়ালে, মুড়ালে কেশ।
    গুরু না চিনিলে ভ্রমিলে দেশ॥
  8. মন ভাল নয় তীর্থ করে
    মিছে কাজে ঘূরে মরে।
  9. মনমে সেখ ফরীদ, বগল্‌মে ইট।
  10. মন যেন জিলাপীর পাক।
  11. মনসাকে ধূনার গন্ধ।
  12. মনুষ্যের চিন্তাই দ্বর।
  13. মনে করেছেন কেয়ো, পাকিলে খাবেন ডেয়ো
  14. মনে করেছেন ছিদাম ঘোষ কোলে করিবেন নাতি।
    সে আশ্বাসে পড়িল ছাই, বউ নয় পোয়াতী॥
  15. মনে করি, করি করি, হয় হয় হয় না।
  16. মনে বড় সাধ, চড়্‌ব বাঘের কাঁধ।
  17. মনেতে যেবা সেবা, কোথায় দরিদ্র কেবা।
  18. মনের অগোচর পাপ নাই।
  19. মনের কথা প্রকাশ করিলে লোকে তারে পাগল বলে।
  20. মনের সন্তোষই যথার্থ সুখ।
  21. মন্ত্রীদোষে রাজা নষ্ট, স্ত্রী নষ্ট রূপে।
  22. মন্ত্রের সাধন কিম্বা শরীর পতন।
  23. মন্দ চিন্তিলে মন্দ হয়।
  24. মন্দর ভাল কখন নয়।
  25. ময়দা ওয়ালীর বাঁদি ভাল।
    মেছনীর পদ্মিনী কিছু নয়।
  26. ময়ূরের নৃত্যদেখে, ছাতার পেখম ধর্‌তে চায়।
  27. মরণ কালে গঙ্গার দিকে পা।
  28. মরণ কালে জ্বর বিচ্ছেদ।
  29. মরদ্‌কা বাত, আওর হাতীকা দাঁত।
    পড়ে ত লড়েনা, পড়িলে শোভা পায় না।
  30. মরণের অবকাশ নাই।
  31. মরণের চেয়ে পোড়নের ঘা।
  32. মর্‌লে পরে কার সঙ্গে কি সম্বন্ধ।
  33. মরা গরুর ঘাস কাটা।
  34. মরাগাং কুমীরে ভরা।
  35. মরা বিড়ালের দাঁত খামটি যার।
  36. মরা সরা সমান কথা।
  37. মরা হাতী লাখ টাকা।
  38. মরার উপর খাঁড়ার ঘা।
  39. মরার চুল ফেলে হাল্‌কি করা।
  40. মরার বাড়া গালি নাই, সর্ব্বস্বের বাড়া দণ্ড নাই।
  41. মরি খেদ নাই, কাঁটা বন দিয়ে হেঁছ্‌ড়ে না নেয়।
  42. মরেছিল অভাগিনী শান্তি শাক খেয়ে।
    বিধাতাকে প্রণাম করে চিত কাইত্‌ হৈয়ে॥
  43. মরেও কি মর্য্যাদা হেরেছি।
  44. মরে মেয়ে উড়ে ছাই, তবু তারে বিশ্বাস নাই।
  45. মর্দ্দ বড় দেজী, সে ধর্‌বে বনের বেজী।
  46. মর্দ্দ বড় বাছের বাছ।
    ধরিয়াছে আম্‌রুল গাছ॥
  47. মর্দ্দ বড় ভারি, তার ভেড়া পাগড়ি।
  48. মর্দ্দ বড় হেঙ্গা, তার শণ কাটি খান ঠেঙ্গা।
  49. মর্ল নারী হৈল ছাই, তবে যেন কলঙ্ক নাই।
  50. মর্ল ফড়িঙ্গ কালগু হেগে।
  51. মশা মারিতে কামান পাতা।
  52. মশা মারিতে গালে চড়।
  53. মশাল্‌চি কাণা।
  54. মহতে মহতে দ্বন্দ্ব গরিব কেন তার ভিতরে।
  55. মহতের বাত, দণ্ডীর দাঁত। বা হাতীর দাঁত।
  56. মহাজনো যেন গতঃ সপস্থাঃ।
  57. মহিষের শিং বাঁকা, যুজ্‌বার সময় একা।
  58. মাকড় মার্‌লে ধোকড় হয়।
  59. মাখাল ফল দেখ্‌তে ভাল।
    উপরে লাল ভিতরে কাল।
  60. মা গঙ্গা স্থান দিলেই বাঁচি।
  61. মাগ্‌ জব্দ কিলে, হলুদ জব্দ শিলে।
    পাড়াপড়্‌সি জব্দ হয়, চোখে আঙ্গুল দিলে।
  62. মাগ নাই ছেলে নাই পোড়া কপাল।
    ঠন্‌ ঠন্‌ মদন গোপাল।
  63. মাগ না ছেলে, ঢেঁকি না কুলো।
  64. মাগ নাই শ্বশুরবাড়ী যায়।
  65. মাগ্‌ মাগ্‌ মাগ্‌, মাগ আগে খাগ্‌
    মাগ মাথার পাগ্‌।
  66. মাগী যেমন মিন্‌সে তেমন, তিনগুণ তারচেলা।
  67. মাগের ইচ্ছা ভাতারটি।
  68. মাগের কাছে পেকের বড়াই।
  69. মাঘের শীত বাঘের গায়।
    ক্ষীণের শীত সর্ব্বদায়॥
  70. মাঘের শীতে বাঘে কাঁপে।
  71. মাঙ্গ্‌না পেয়ে টাক্‌না চায়।
  72. মাঙ্গ্‌নার উপর টাক্‌না,
    তার উপর ভিখারী বাম্‌ণা।
  73. মাচা বড় সাঁচা তার দুয়ারে গড়খাই।
    ঢেকাঢেকি মেরোনাকো আমি আস্তে২ যাই।
  74. মাছ খায়না যত্‌নী পাতে তিনটে খল্‌সে।
    কি করে না যত্‌নী কোণে তিনটে মিন্‌সে॥
  75. মাছ ধরিতে গেলেই কাদা গায় লাগে।
  76. মাছ পোড়ার লোভে শনি মঙ্গলবার হারায়।
  77. মাছ মেরে এলো তিওর।
    কোন্‌ দিক্‌ পাচ্‌তলা কোন দিক্‌ শিওর॥
  78. মাছরাঙ্গা পাখির কলঙ্ক যায় না।
  79. মাছি মারিতে কামান পাতা।
  80. মাছি মেরে হাত কাল।
  81. মাছের কাঁটা গলায় লাগ্‌লে, বিড়ালের পায় পড়িতে হয়।
  82. মাছের তেলে মাছ ভাজা।
  83. মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, মানুষের মধ্যে মুই।
  84. মাছের মার পুত্ত্র শোক কি।
  85. মাঝ গাঙ্গে ঢেউ দেখে কিনারায় নৌকা ডুবিও না।
  86. মাটিতে মারিতে গুণাহগার চমকে।
  87. মাটি বেটি মিথ্যা কথা।
    এই তিন নিয়ে কলিকাতা॥
  88. মাথা নাই তার মাথা ব্যথা।
  89. মাথা মুড়ান ঘোল ঢালা।
  90. মাথায় চুল নাই লম্বা দাড়ি।
  91. মাথায় নাথী মেরে পায়ে গড়।
  92. মাথার ঘায়ে কুক্কুর পাগল।
  93. মান্‌ব ঠাকুর দিব না,
    আমার প্রত্যাশ করো না।
  94. মা না বিউলো বিউলো মাসী।
    ঝাল খেয়ে মরে পাড়া প্রতিবাসী॥
  95. মানুষ বৈলে কথা। কাপড় ছিড়লে কাঁথা॥
  96. মানুষ ভাঙ্গিলে কথা।
    কাপড় ভাঙ্গিলে কাঁথা।
  97. মানুষ মানুষে চেনে।
    শূকরে চেনে ঘেঁচু॥
  98. মানুষের কুটুম এলে গেলে।
    পশুর কুটুম্‌ চাট্‌লে চুট্‌লে।
  99. মানুষের বড় মান। তার ছেঁড়া দুই কাণ॥
  100. মানুষের বাছা ছ মাস পচা।
    গরুর বাছা তুলে নাচা॥
  101. মানুষের সঙ্গে খোঁজ নাই। পাড়া শুদ্ধ ঘর॥
  102. মানে পলো ছাই।
  103. মানে২ থাক্‌লে ভাল।
  104. মানে২ বেঁচে আছি।
  105. মা বাপ্‌ ডেও ঢেক্‌না।
    শালা শালাজ নে ঘর কন্না॥
    ঘরে আছেন সিদ্ধেশ্বরী।
    তার কথা নে কর্ম্ম করি॥
  106. মা মরে কুলো দিয়া ঢাকে।
  107. মামা মামী ঝক্‌ড়া করে। নেকা পান্তা খায়
  108. মামার ভাতে বেগুণ পোড়া।
  109. মামার জয়েই জয়।
  110. মায়ের অগোচর বাপ্‌ নাই।
    মনের অগোচর পাপ নাই।
  111. মায়ের কোলে আই বর্ত্তে।
  112. মায়ের নাম পোঁটা চূর্ণী।
    ছেলের নাম চন্দন বিলাস॥
  113. মায়ের চেয়ে ব্যথিত বড়, তারে বলি ডাইন।
  114. মায়ের পোড়েনা মাসীর পোড়ে।
    পাড়া পড়সীর ধরলা উড়ে॥
  115. মার সোহাগে বাপের আদর।
    ফুলের সোহাগে ছোটার আদর॥
  116. মারা তীর ফেরেনা।
  117. মারি তো হাতী, লুটিতো ভাণ্ডার॥
  118. মারীচের মায়া।
  119. মারে কৃষ্ণ রাখে কে,
    রাখে কৃষ্ণ মারে কে॥
  120. মারের চোটে ভূত পালায়।
  121. মালো, জাল বুন্‌তো ভাল,
    মালোর কপ্‌নী কেন কাল।
  122. মাসামাসি গিয়াছে, সাঁজা সাঁজি আছে।
  123. মিছরির টুক্‌রা ভাল, মুড়ির আঢ়ি কিছু নয়।
  124. মিছে কথা, আর সেঁচা জল, ক দিন থাকে।
  125. মিছে কথা সেঁচা জল, চিরকাল রহেনা।
  126. মিছে কাজে কাটনা কামাই।
  127. মিছে কাজে গেল দিন।
  128. মিছে জল বেড়োন।
  129. মিট্‌ মিটে ডাইন, ছেলে খাবার রাক্ষস।
  130. মিন্‌সে ধান কিন্‌সে, ধানে বড় পোকা,
    মিন্‌সে বড় বোকা।
  131. মিনসে বলে ধান কিনসে, মাগীবলে কড়ি গুণ্‌সে।
  132. মিনসের চোটে, আগুন উঠে।
  133. মিনমিনে প্রদীপ, টিপটিপে ভাতার,
    (বা পেন পেন্যে ভাতার) দেখিতে পারি না।
  134. মিষ্ট আমেই পোকা ধরে।
  135. মিষ্টান্নের কথাতেই মুখ মিষ্ট হয় না।
  136. মিষ্টি খেতে কার অরুচি।
  137. মুখচোরা, কথা কয় না।
  138. মুখচোরা বামুণ, কেশো রোগা চোর।
  139. মুখ থাকিতে নাকে ভাত।
  140. মুখ পচিয়া গোবর হওয়া।
  141. মুখ পাত ভাল।
  142. মুখ শুকায় ভাতে, সোণার অঙ্গুরী হাতে।
  143. মুখ শুকায়ে আমসি হৈল।
  144. মুখে একখানা পেটে একখানা।
  145. মুখে খুব মিঠে, কিন্তু নিম নিসিন্দে পেটে।
  146. মুখে ছাতু কথা কওয়া।
  147. মুখে তোমার সরোবর, অন্তরে ক্ষুরের ধার।
  148. মুখে থাবা দিয়ে নিয়ে গেল।
  149. মুখে মধু হৃদে ক্ষুর। এইতো বিষম ক্রর॥
  150. মুখে মধু বর্ষে, হৃদে পিঁপুল ঘর্ষে।
  151. মুখে হাত দিলে কি প্রাণ বাঁচে।
    যখন কালে ধরে কস্যে।
  152. মুচি হৈয়ে শুচি হয়, যদি কৃষ্ণ ভজে।
    শুচি হৈয়ে মুচি হয়, যদি কৃষ্ণ ত্যজে।
  153. মুচির আবার মাজ্‌তো বউ।
  154. মুছলমানের তোবা, জাতি থাকে বাবা।
  155. মুছলমানের ভিতর হিন্দুর দেবতা।
  156. মুছলমানের জল খেয়েছ, রামকে বল্যে দিব।
  157. মুড়ি মিছরির সমান দর।
  158. মুনীনাঞ্চ মতিভ্রমঃ।
  159. মুনির মন ভুলাতে পারি, মুহূর্ত্তেক বসি।
  160. মুনির শাপ, মনস্তাপ।
  161. মুনির শাপে মনস্তাপে, পুড়ে মর্‌বে আপনার পাপে।
  162. মুরগীর তেজ বৃদ্ধি হৈলে,
    মোল্লার বাড়ী দিয়ে পথ।
  163. মুরদে নাই সীমা, পচা মাছে গিমা।
  164. মুস্‌কিলে আসান।
  165. মূর্খ ধমকায় পণ্ডিতকে।
    যদি তার কড়ি থাকে।
  166. মূর্খস্য নাস্ত্যৌষধং।
  167. মূর্খশ্চ পুত্ত্রো বিধবাচ কন্যা।
    বিনাগ্নিনা সংদহতে শরীরং॥
  168. মূর্খের দোষ পদে পদে,
  169. মূর্খেরা আপন কর্ম্ম দোষ জানেনা।
  170. মূলোবাড়ী নয় বেগুণ বাড়ী।
  171. মূলে অশুদ্ধ, তিউড়িতে গোবর॥
  172. মূলে মাগ নাই, আবার ফুলের শয্যা।
  173. মূলে মাগ নাই, পুত্ত্রশোক।
  174. মুলে মাদুরী নাই, উত্তর শিয়র।
  175. মূষলং কুল নাশনং।
  176. মৃত্যুরেব ন সংশয়।
  177. মেও ধরে কে?
  178. মেগের কাছে পেকের বড়াই।
  179. মেঘ চাহিতে জল।
  180. মেঘ যত গর্জে, তত বর্ষেনা।
  181. মেঘাল রৌদ্রের অতিশয় চড়্‌চড়ানি।
    বৌ হৈয়ে গিন্নি হয় তার বড় ফর্‌ফরাণি।
  182. মেঘে মাঘে একই রীত, যত্র বায়ুস্তত্র শীত।
  183. মেঘেশীত নয় মাঘেশীত, যত্র বায়ু স্তত্রশীত[১]
  184. মেঘের ছায়া।
  185. মেঘে২ বেলা হয়, কোণের বৌড়ী সাতবার খায়,
    গিন্নি বলে রাত পোহায়নি।
  186. মেঙ্গে এনে বিলিয়ে দেয়, হাতে২ স্বর্গে যায়।
  187. মেট্যে আঁটুনি কথা সার।
  188. মেড়ায়২ যুদ্ধ হয়, শৃগালের বিনাশ।
  189. মেয়ে মুখ পুরুষ।
  190. মেরে যায় ফিরে চায়,
    চিরকাল থাকে সেই প্রণয়।
  191. মোল্লার দৌড় মসিদ তাগাদি (বা পর্য্যন্ত)।
  192. মৌআলু খাওয়া।
  193. মৌনং সম্মতি লক্ষণং।
  194. মৌমাছির মত ভন্‌২ করা
  195. মৌমাছির কামড়।

  1. কোন স্থলে এইরূপ প্রচলিত আছে যথা—"না মেঘে শীত, না মাঘে শীত, যত্র বায়ু স্তত্র শীত।”