প্রবাহিণী/ঋতুচক্র/১০

উইকিসংকলন থেকে

১০

শুষ্কতাপের দৈত্যপুরে  দ্বার ভাঙ্‌বে ব’লে
রাজপুত্র, কোথা হ’তে হঠাৎ এলে চলে॥

সাত সমুদ্র পারের থেকে   বজ্রস্বরে এলে হেঁকে
দুন্দুভি যে উঠ্‌ল বেজে বিষম কলরোলে।
রাজপুত্র, কোথা হ’তে হঠাৎ এলে চ’লে॥
বীরের পদপরশ পেয়ে মূর্চছা হ’তে জাগে,
বসুন্ধরার তপ্তপ্রাণে বিপুল পুলক লাগে।
মরকতমণির থালা   সাজিয়ে,গাঁথে বরণ মালা,
উতলা তার হিয়া আজি সজল হাওয়ায় দোলে।
রাজপুত্র, কোথা হ’তে হঠাৎ এলে চ’লে।