প্রবাহিণী/গীতগান/৬

উইকিসংকলন থেকে


তুমি খুসি থাকে। আমায় চেয়ে
তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে॥

তোমার পরশ আমার মাঝে
সুরের নাচে বুকে বাজে,
পুলকে তা’র ঝলক লাগে সকল ভুবন ছেয়ে ছেয়ে॥
ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,
গুঞ্জরিয়া দেয় সে সাড়া।
তোমার আঁধার তোমার আলো
দুই আমারে লাগলো ভালো,
আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেয়ে বেয়ে॥