প্রবাহিণী/প্রত্যাশা/১৭
অবয়ব
(পৃ. ৪০)
১৭
আমায় থাকতে দে না আপন মনে।
সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে॥
কথার পাকে কাজের ঘোরে
ভুলিয়ে রাখে কে আর মোরে?
তার স্মরণের বরণমালা গাঁথব বসে গোপন কোণে
এই যে ব্যথার রতনখানি
আমার বুকে দিল আনি—
এই নিয়ে আজ দিনের শেষে
একা চলি তার উদ্দেশে,
নয়নজলে সামনে দাঁড়াই তারে সাজাই তারি ধনে