প্রবাহিণী/প্রত্যাশা/৪

উইকিসংকলন থেকে

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া॥

দিনের পর দিন চ’লে যায় যেন তা’রা পথের স্রোতেই ভাসা,
বাহির হ’তেই তাদের যাওয়া-আসা;
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
সে যেন মোর চিরদিনের চাওয়া॥
হারিয়ে-যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলাম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে।
সেই যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মাল৷
সেই নিয়ে আজ সাজাই আমার থালা।
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
একতারাতে আধখান। গান গাওয়া॥