প্রবাহিণী/বিবিধ/২০
অবয়ব
(পৃ. ১১০-১১১)
২০
তুমি মোর পাও নাই পরিচয়।
তুমি যারে জানো সে যে কেহ নয়, কেহ নয়॥
মালা দাও তারি গলে,
শুকায় তা’ পলে পলে,
আলো তার ভয়ে ভয়ে রয়,
বায়ু পরশন নাহি সয়॥
এসো এসো, দুঃখ, জ্বালো শিখা,
দাও ভালে অগ্নিময়ী টিকা।
মরণ আসুক চুপে
পরম প্রকাশরূপে,
সব আবরণ হোক্ লয়,
ঘুচুক্ সকল পরাজয়।৷