ফুলমণি ও করুণার বিবরণ/নামকরণের বিষয়

উইকিসংকলন থেকে

নামকরণের বিষয়।

 এই দেশীয় অনেক খ্রীষ্টিয়ানেরা আপন২ সন্তানগণের নাম রাখিবার সময়ে ভালরূপে বিবেচনা করে না। কেহ২ সন্তানদিগকে ইংরাজি নাম দিয়া থাকে, কিন্তু বাঙ্গালিরা প্রায় তাহা স্পষ্টরূপে উচ্চারণ করিতে না পারাতে ঐ নাম সকল ইংরাজ ও বাঙ্গালি উভয়ের কর্ণগোচরে হাস্যজনক হয়। আরও দুঃখের বিষয় এই, যে অনেকে নামকরণ সময়ে ঈশ্বরের আজ্ঞার বিষয় অজ্ঞাত হইয়া কিম্বা তাহা তাচ্ছল্য করিয়া শিব, কৃষ্ণ, হরি ইত্যাদি নানা দেব দেবীর নামানুসারে আপন২ ছেল্যাদের নাম রাখে। দেব পূজকেরা যে তন্মত করে ইহাতে কোন আশ্চর্য্য নাই, কেননা তাহারা আপনাদের দেব দেবীর স্মরণার্থে তাহা করে; কিন্তু খ্রীষ্টাশ্রিত লোকেরা ঐ সকলকে মিথ্যা এবং পাপিষ্ঠ জানে, অতএব তাহাদের নাম ঘৃণা পূর্ব্বক ত্যাগ করা কর্ত্তব্য। ইহাতে শাস্ত্রীয় প্রমাণ এই, “তাবদ্দেশীয় লোকেরা আপন২ দেবগণের নামানুসারে আচরণ করে; আমরাও আপনাদের প্রভু পরমেশ্বরের নামানুসারে এখন ও সদাকালে আচরণ করিব।” মীখা ৩।৫। ঈশ্বর আপন প্রাচীন ভক্তদের প্রতি এমত আজ্ঞা করিয়াছেন, “আমি তোমাদিগকে যাহা২ কহিলাম, তদ্বিষয়ে সাবধান হও; অন্য দেবগণের নাম স্মরণ করাইও না, তোমাদের মুখহইতেও তাহার উচ্চারণ না হউক।” যাত্রাপুস্তক ২৩।২৪। পুনশ্চ “সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, সেই দিনে আমি দেশহইতে প্রতিমাগণের নাম লুপ্ত করিব, তাহারা আর স্মরণে আসিবে না।” সিখরিয় ১৩।২। অতএব ঐ সকল দেবগণের নাম যাহাতে স্মরণে থাকে এবং নিত্য২ উচ্চারণ হয়, এমত কর্ম্ম সত্য খ্রীষ্টিয়ানেরা জানিয়া শুনিয়া কদাচ করিবে না; বরং দায়ূদ রাজার ন্যায় মনের মধ্যে স্থির করিবে, “আমি আপন ওষ্ঠাধরে তাহাদের নামও লইব না।” গীত ১৬।৪।

 দেব দেবীর নাম ছাড়া আরও অনেক নাম এদেশে প্রচলিত আছে বটে, কিন্তু নাম করণের সময়ে তাহা স্মরণ হয় না, এই জন্যে অনেকে ছেল্যাদের কি নাম রাখা যাইবে তাহা স্থির করিতে না পারিয়া প্রসিদ্ধ দেবদেবীর নামানুসারে কৃষ্ণচন্দ্র, রামগোপাল, কালীচরণ, ইত্যাদি নাম রাখে। ফলতঃ যে খ্রীষ্টিয়ান লোকেরা ঈশ্বরের আজ্ঞা পালন করিতে চেষ্টা করে, তাহাদের উপকারার্থে পশ্চাৎ লিখিত বালক বালিকাদের নামাবলি প্রস্তুত করা গেল। এবং এই সকল নাম ভিন্ন উত্তম পুষ্প ও বহুমূল্য ধাতু ও রত্ন এবং সদ্‌গুণ ইত্যাদি আদরণীয় বস্তুর নাম ব্যবহার করিলে আরও অনেক২ ভাল নাম এই২ রূপে অনায়াসে করা যায়। বিশেষতঃ

  1. সদ্‌গুণের নাম দেওয়া যায়; যথা, প্রেম, দয়া, ক্ষমা, সত্য, ইত্যাদি। # মন্দগুণের বিপরীতার্থ শব্দ; যথা, অভয়, নির্ম্মল, অমৃত, অক্ষয়, ইত্যাদি। # পুষ্পের নাম; যথা, ফুলমণি, চাঁপা, পদ্ম, ইত্যাদি। # বহুমূল্য ধাতু এবং রত্নের নাম; যথা, স্বর্ণ, রূপা, মুক্তা, মণি, হীরা, ইত্যাদি। # প্রাচীন রাজা ও রাণী ইত্যাদির নাম; যথা, বিরাট, বিক্রম, দময়ন্তী, ইত্যাদি। # অন্যান্য শব্দের শেষে চন্দ্র, চাঁদ, কুমার, কান্ত, লাল, নাথ, মোহন, আনন্দ, মণি, বতী, ময়ী, লু, ঈ, ইত্যাদি শব্দ যোগ করিলে অনেক নাম হয়; যথা,অভয়চন্দ্র, ধর্ম্মচাঁদ, রাজকুমার, সত্যবতী, করুণাময়ী, দয়ালু, নয়নী, কুলানন্দ, অমৃতলাল, চন্দ্রকান্ত, প্রিয়নাথ, লালমোহন, নীলমণি, ইত্যাদি।

নামাবলি।

১ বালকদের নাম।

 অক্রূরচন্দ্র, অতুলচন্দ্র, অপূর্ব্বলাল, অবিনাশচন্দ্র, অভয়চন্দ্র, অমরচাঁদ, অমৃতলাল, অমৃতানন্দ, অম্বরনাথ, অক্ষয়লাল, অরুণ, আনন্দচন্দ্র, আনন্দচাঁদ, আলাপচাঁদ, আশুতোষ, আশ্রয়চাঁদ, উত্তমচন্দ্র, উত্তমচাঁদ, উদয়চন্দ্র, উদয়চাঁদ।

 কালাচাঁদ, কিশোর, কীর্ত্তিচন্দ্র, কুঞ্জলাল, কুন্দলাল, কুলানন্দ, কুশলচন্দ্র, কৃপানাথ, কৈলাসচন্দ্র, কোমলচন্দ্র।

 গগণচাঁদ, গন্ধরাজ, গুণনিধি, গোরাচাঁদ, গোলাপচাঁদ।

 ঘনশ্যাম।

 চন্দ্রকান্ত, চন্দ্রকুমার, চিন্তামণি, চুণীলাল।

 জগচ্চন্দ্র, জগন্মোহন, জগবন্ধু, জয়চন্দ্র, জয়চাঁদ।

 জ্ঞানচন্দ্র।

 টগরকান্ত।

 তারাকান্ত, তারাচাঁদ, তারানাথ, তেজশ্চন্দ্র।

 দয়ালচন্দ্র, দয়ালচাঁদ, দক্ষিণারঞ্জন, দীনদয়াল, দীননাথ, দীনবন্ধু।

 ধর্ম্মচন্দ্র, ধর্ম্মচাঁদ, ধীরচাঁদ।

 নন্দকুমার, নন্দলাল, নবকিশোর, নবকুমার, নবীনচাঁদ, নলচন্দ্র, নিত্যানন্দ, নৃত্যলাল, নিমাইচাঁদ, নিবারণচন্দ্র, নির্ম্মলচন্দ্র, নীলকান্ত, নীলমণি, নীলরত্ন।

 পদ্মলোচন, পরমানন্দ, পান্নালাল, পূর্ণচন্দ্র, প্রণয়চাঁদ, প্রতাপচন্দ্র, প্রতাপচাঁদ, প্রত্যয়চাঁদ, প্রসন্নকুমার, প্রসাদচন্দ্র, প্রশ্রয়চাঁদ, প্রাণকুমার, প্রাণচন্দ্র, প্রাণনাথ, প্রিয়নাথ, প্রিয়বাদী, প্রিয়লাল, প্রেমচাঁদ, প্রেমদয়াল।

 বংশীচাঁদ, বদনচন্দ্র, বসন্তকুমার, বাহাদুর, বিক্রম, বিজয়চাঁদ, বিনয়চাঁদ, বিনোদলাল, বিমলচাঁদ, বিরাট, বিরাজমোহন, বিশ্বাসচন্দ্র, বীরচন্দ্র, বেহারিলাল।

 ভদ্রচাঁদ, ভবানন্দ, ভুবনমোহন।

 মণিলাল, মতিলাল, মধু, মনমোহন, মনোরঞ্জন, মনোরথ, মহিমাচন্দ্র, মানচাঁদ, মানিকলাল, মিত্রনাথ, মিলন, মুক্তানাথ, মুচুকুন্দ, মৃদুনাথ, মোহনলাল।

 যত্নময়, যশোনাথ, যুগল।

 রজনীকান্ত, রত্নচন্দ্র, রত্নলাল, রসময়, রসিকচন্দ্র, রসিকলাল, রাখালচন্দ্র, রাজকিশোর, রাজকুমার, রাজচন্দ্র, রাজীবলোচন, রূপচাঁদ, রূপলাল।

 ললিতচন্দ্র, ললিতমোহন, লালচাঁদ, লালবেহারি, লালমোহন।

 শশিভূষণ, শান্তলাল, শিশুপাল, শ্রীমন্ত।

 সত্যনাথ, সত্যবাদী, সদাচারী, সদানন্দ, সনাতন, সন্তোষ, সরলচাঁদ, সাগরলাল, সাধু, সার্থক, সুখদ, সুজনলাল, সুধন, সুনয়ন, সুবল, সুলোচন, সূর্য্যকান্ত, সূর্য্যকুমার, সূর্য্যমোহন, স্বাধীননাথ।

 হারাণচন্দ্র, হারাধন, হারানন্দ, হীরামোহন, হীরালাল, হেমচন্দ্র, হেমনাথ।

 ক্ষেত্রচন্দ্র, ক্ষেত্রনাথ, ক্ষেত্রমোহন।

২ বালিকাদের নাম।

 অতসী, অধীরা, অনঙ্গমণি, অনসূয়া, অনুগ্রহ, অপূর্ব্বা, অমলা, অলকা, অহল্যা, আদরমণি, আনন্দী, আলাপী, আশা, আশ্চর্য্যা, ইচ্ছাময়ী, ইন্দুমতী, ইন্দুমুখী, ঈলাবতী, উজ্জ্বলমুখী, উজ্জ্বলা, উত্তমা।

 কনকমণি, কমলকামিনী, কমলকুমারী, কমলমণি, কমলমুখী, কমলিনী, করুণা, কাঞ্চনমালা, কাঞ্চনী, কাদম্বিনী, কান্তি, কামিনী, কৃপাময়ী, কেতকী, কৌশল্যা।

 খুল্লনা।

 গগণমণি, গুণমণি, গোলাপী, গৌরমণি।

 চন্দ্রকলা, চন্দ্রমণি, চন্দ্রমুখী, চপলা, চম্পকলতা, চাতকিনী, চাঁদবদনী, চাঁদমণি, চাঁপা, চিত্ররেখা, চিত্রাণী, চুণী।

 জগন্মোহিনী, জটিলা, জয়মণি, জাতি, জীবনমণি।

 টগরমণি।

 তরুলতা, তারামণি, তিলকা, তিলোত্তমা, তুষ্টি।

 দময়ন্তী, দয়ামণি, দয়াময়ী, দাসী, দিনমণি, দূতী।

 ধনঞ্জয়ী, ধনমণি, ধনী।

 নন্দিনী, নবীনকিশোরী, নবীনা, নয়নী, নলিনী, নিরোদবরণী, নীলবরণী, নেত্রমণী।

 পদ্মবতী, পদ্মমণি, পদ্মমুখী, পলাশী, পান্না, পারিজাত, পারুলী, পালনী, প্যারী, পুষ্টি, পুষ্পময়ী, প্রণয়িনী, প্রত্যাশা, প্রশংসা, প্রসন্নকুমারী, প্রসন্নময়ী, প্রিয়ম্বদা, প্রীতি।

 ফুলকিশোরী, ফুলকুমারী, ফুলমণি।

 বকুলমণি, বদনী, বসন্তকুমারী, বাতাসী, বিদ্যাবতী, বিদ্যাময়ী, বিদ্যুৎবরণী, বিদ্যুৎলতা, বিধুমুখী, বিনতি, বিনয়িনী, বিনোদিনী, বুদ্ধিমতী।

 ভক্তি, ভরসা, ভাগ্যবতী, ভানুমতী, ভুবনমোহিনী।

 মঙ্গলা, মণি, মতি, মধুবতী, মনমোহিনী, মনোরঞ্জনী, মল্লিকা, মাধবী, মালতী, মিলনী, মুক্তা, মুক্তি, মুগ্ধকারিণী, মৃগনয়নী, মৌনবতী।

 যত্নমণি, যমুনা, যামিনী।

 রঙ্গিণী, রজনীগন্ধা, রত্নমণি, রত্নাবলী, রমণী, রম্ভা, রসকলি, রসবতী, রসময়ী, রসমঞ্জরী, রাজকুমারী, রাজমণি, রাজমহিষী, রাণী, রূপবতী, রূপসী।

 লবঙ্গমণি, লবঙ্গলতা, লালনী, লীলাবতী।

 শকুন্তলা, শক্তি, শশিকলা, শশিমুখী, শান্তি, শুভঙ্করী, শেফালিকা।

 সখি, সখিমণি, সত্যবতী, সন্ধ্যামণি, সহচরী, সারল্যা, সুকুমারী, সুখদা, সুখময়ী, সুদক্ষিণা, সুধামুখী, সুনন্দা, সুন্দরী, সুনয়নী, সুবর্ণা, সুমতি, সুমিত্রা, সুলোচনা, সুশীলা, সূর্য্যমণি, সূর্য্যমুখী, স্মৃতি, সোণামণি, সৌদামিনী।

 হারামণি, হীরামণি, হেমলতা, হেমাঙ্গিনী।

 ক্ষমা, ক্ষমাসুন্দরী, ক্ষান্তময়ী, ক্ষান্তি, ক্ষীরদা, ক্ষুদ্রমণি, ক্ষেত্রমণি, ক্ষেত্রমোহিনী, ক্ষেমঙ্করী।

৩ মিত্রাক্ষরান্ত নাম।

 মানিক, রসিক। অলকা, তিলকা, মল্লিকা, শেফালিকা।

 ইন্দুমুখী, উজ্জ্বলমুখী, ইত্যাদি যে সকল নামের অন্তে মুখী শব্দ থাকে।

 অনঙ্গ, লবঙ্গ।

 রাজ, বিরাজ, তেজ।

 তুষ্টি, পুষ্টি।

 অন্তত, নিত্য, নৃত্য, সত্য। শ্রীমন্ত, বসন্ত, কান্ত, শান্ত, ইত্যাদি কান্তান্ত নাম সকল। লতা, চিন্তা। মতি, দূতী, স্মৃতি, প্রীতি, কীর্ত্তি, জাতি, বিনতি, মালতী। কান্তি, শান্তি, ক্ষান্তি, দময়ন্তী। ভক্তি, মুক্তি, শক্তি। ঈলাবতী, লীলাবতী, ইন্দুমতী, সত্যবতী, ইত্যাদি যে সকল নামের শেষে বতী বা মতী থাকে।

 মনোরথ, নাথ, চন্দ্রনাথ, প্রিয়নাথ, ইত্যাদি যে২ নামের শেষে নাথ থাকে।

 চাঁদ, ইত্যাদি চাঁদান্ত নাম সকল। নন্দ, কুন্দ, মুচুকুন্দ, আনন্দ, ইত্যাদি আনন্দান্ত নাম সকল। প্রিয়ম্বদা, সুখদা, ক্ষিরদা, সদা, সুনন্দা। নিরোদি, বিনোদি, প্রিয়বাদী, সত্যবাদী, আনন্দী, কালিন্দী।

 মধু, সাধু, বিধু। জগবন্ধু দীনবন্ধু।

 গগণ, বদন, ভুবন, ভূষণ, সুজন, সুধন, সুনয়ন, সনাতন, মিলন, মোহন, লোচন, ইত্যাদি লোচন বা মোহনান্ত নাম সকল। দক্ষিণারঞ্জন, মনোরঞ্জন। যত্ন, রত্ন। জ্ঞান, মান, প্রাণ, হারাণ। দীন, নবীন, স্বাধীন। গুণ, অরুণ। পান্না, সোণা, প্রসন্না, যমুনা, করুণা, সুদক্ষিণা, সুলোচনা, খুল্লনা। ধনী, মণি, চুণী, বদনী, নয়নী, রমণী, নীলবরণী, মনোরঞ্জনী, কাঞ্চনী, মিলনী, লালনী, পালনী। রাণী, চিত্রাণী। কমলিনী, নলিনী, পদ্মিনী, রঙ্গিণী, হেমাঙ্গিনী, প্রণয়িনী, বিনয়িনী, বিনোদিনী, কুমুদিনী, নন্দিনী, মোহিনী, কামিনী, যামিনী, সৌদামিনী, কাদম্বিনী, চাতকিনী, মুগ্ধকারিণী। চিন্তামণি, ফুলমণি, ইত্যাদি যে২ নামের অন্তে মণি থাকে।

 আলাপ, গোলাপ, প্রতাপ। কৃপা, চাঁপা। আলাপী, গোলাপী।

 নব, ভব।

 উত্তম, বিক্রম, ঘনশ্যাম। প্রেম, ক্ষেম। মহিমা, উত্তমা, তিলোত্তমা, ক্ষমা।

 অভয়, অক্ষয়, উদয়, জয়, বিজয়, প্রণয়, বিনয়, আশ্রয়, প্রশ্রয়, প্রলয়। দয়া, বিদ্যা। ধনঞ্জয়ী, ইচ্ছাময়ী ইত্যাদি যে২ নামের শেষে ময়ী হইবে।

 টগর, সাগর। কিশোর, কুমার, কিশোর ও কুমারান্ত নাম সকল। ধীর, বীর। অক্রূর, বাহাদুর। ক্ষেত্র, নেত্র, মিত্র, চিত্র, ভদ্র, ক্ষুদ্র, চন্দ্র, ইত্যাদি চন্দ্রান্ত নাম সকল। তারা, হারা, গোরা, হীরা, অধীরা। আদরি, সুন্দরী, শুভঙ্করী, ক্ষেমঙ্করী, রসমঞ্জরী, সহচরী, প্যারী, কুমারী, কিশোরী, বেহারী, সদাচারী।

 যুগল, সরল, নল, সুবল, কমল, কোমল, নির্ম্মল। নীল, তিল, কুল, অতুল, বকুল, পারুল, শিশুপাল, রাখাল, দয়াল, লাল, ইত্যাদি লালান্ত, নাম সকল। অমলা, নির্ম্মলা, উজ্জ্বলা, চপলা, মঙ্গলা, শকুন্তলা, শশিকলা, কালা, কাঞ্চনমালা, কুটিলা, জটিলা, সুশীলা। অহল্যা, সারল্যা, কৌশল্যা। রসকলি, রত্নাবলী। দয়ালু, কৃপালু।

 যশ, রস, সন্তোষ, আশুতোষ। কৈলাস, অবিনাশ, বিশ্বাস। আশা, প্রত্যাশা, ভরসা, প্রশংসা। শশি, বংশী, অতসী, পলাশী, দাসী, বাতাসী, রাজমহিষী, রূপসী।

নামাবলী সমাপ্ত।

ইতি।


PRINTED AT BISHOP’S COLLEGE PRESS.