ফুলের ফসল/অপরাজিতা

উইকিসংকলন থেকে

অপরাজিতা

কালো ব’লে পাছে হেলা করে কেউ
তাই তো আমার পিতা
সকলের সেরা দিলেন আমারে
নামটি,—‘অপরাজিতা’!

আমি গুণহীন গন্ধবিহীন
ফুলের মধ্যে কালো,
পিতার আদরে আদরিণী, তবু,
আমিই কালোর আলো।