ফুলের ফসল/কাঞ্চন ফুল

উইকিসংকলন থেকে

কাঞ্চন ফুল

আমি বনানীর কর্ণভূষণ
সুন্দর পরিপাটি,
নাম ‘কাঞ্চন’ হাল্কা গড়ন
মধুপর্কের বাটি!
মধু-পিঙ্গল কিরণ মধুতে
যবে উঠে বুক ভরি’
দেবতার পায়ে তখনি নিজেরে
নিজে নিবেদন করি।
মৃদু পরশেই ‘নোন্ছা‌’ লাগে গো,
তাই দূরে ফুটে আছি,
ক্ষীর সাগরের মৃদু ফেন-লেখা
আমি জোছনার চাঁছি!