ফুলের ফসল/ঘূর্ণি

উইকিসংকলন থেকে
ঘূর্ণি

আজ  ফুলের বনে দখিণ হাওয়া।
কী ব’লে গেছে!
অকুল পাথার থির জোছনায়
ঘূর্ণি লেগেছে!
মূর্চ্ছনাতে পড়ছে টলে
মূর্চ্ছা রাগিণী!
পদ্ম ‘পরে নৃত্য করে
মত্ত নাগিনী!
ও তার  বিষের নিশাস কুসুম-কলির
বুকে বেজেছে।
ঘূর্ণি লেগেছে!



হায়  আপন জনে বুকে টেনে
পাইনে খুঁজিয়ে!
তপ্ত ধারা মোচন করি
চক্ষু বুজিয়ে!
সেই  অশ্রু নিয়ে পূর্ণিমা-চাঁদ
অঙ্গে মেখেছে!
ঘূর্ণি লেগেছে!

আজ  চোখের আগে কেবল জাগে
মৌন দু’আঁখি!
পাতার রাশে পাতার বরণ
বল্‌ছে কী পাখী!
ওগো  অকুল সাগর মথন করে
কি ধন জেগেছে!
ঘূর্ণি লেগেছে!