ফুলের ফসল/শিরীষ

উইকিসংকলন থেকে

শিরীষ

মাথার উপরে সূর্য্য জ্বলিছে
ঘিরিয়া রয়েচে তপ্ত হাওয়া,
কৃচ্ছ্র সাধন জীবন আমার
শান্তি কোথাও গেল না পাওয়া।
মৌমাছিটিরে দিতে পারি ছায়া
এমন আমার পাপ্‌ড়ি নাহি;
হায়! শিরীষের দৃঢ় বন্ধন!
সুলভ মরণ পাইনে চাহি’।
আশার পাপ্‌ড়ি মরমে মরিয়া
ফুটিল জীর্ণ কেশর রূপে,
মধুপানে এসে মৌমাছি শেষে
মূরছি’ পড়িল ধূলির স্তূপে।
দুঃসহ দুখে কলিজা ছিঁড়িয়া
বাহিরায় যেন রক্ত নাড়ী,
পলক পড়ে না রক্ত আঁখিতে
তবু তো জীবন গেল না ছাড়ি’!
একি বেঁচে থাকা—এই কি জীবন?—
বুঝাতে বেদন নাহিক ভাষা;—
চিতার অনলে অরুণ আরাম,
মরণের বুকে অ-মৃত আশা।