বর্ণপরিচয় (প্রথম ভাগ, দ্বিষষ্টিতম সংস্করণ)/মিশ্র উদাহরণ
(পৃ. ১৮-১৯)
মিশ্র উদাহরণ।
সাধু
ঘৃণা
রিপু
ভূমি
পূজা
শোভা
তালু
কৃপা
ধেনু
বায়ু
নীতি
পীড়া
নাভি
সেবা
সুখী
রাশি
শিখা
মেধা
ধাতু
খেলা
বেণু
রীতি
বীণা
সীমা
লীলা
নৌকা
নাড়ী
হানি
বিকার | শৃগাল | দয়ালু |
আকৃতি | নিষেধ | মৃগয়া |
মানুষ | বিচার | নিরীহ |
বিনাশ | কৌতুক | সোপান |
কোকিল | নীরোগ | দুরাশা |
বিড়াল | একাকী | পিপাসা |
পৃথিবী | বালিকা | মেধাবী |
অধিকার |
অনুপায় | অভিমান |
পরিহাস | পরিতােষ | অনুতাপ |
পুরাতন | বিপরীত | নিবারণ |
সমুদায় | অভিলাষ | অনুযােগ |
অনুরাগ | অনুমান | পরিবার |
অবিচার | পরিশােধ | কৌতূহল |
পরিণাম | আলােচনা | বিবেচনা |
অনুধাবন
অবিবেচনা
অকুতােভয়
অনুশােচনা
পরিবেশন
অভিনিবেশ
অনুশীলন
নিরভিমান
অনধিকার
পরিদেবনা
অনুমােদন
পারলৌকিক
নিরপরাধ
পারিতােষিক