বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, জানুয়ারী ৯, ১৯৯২

উইকিসংকলন থেকে

রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ        গেজেট
 অতিরিক্ত সংখ্যা
 কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত



 বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ১৯৯২




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
আভ্যন্তরীণ সম্পদ বিভাগ
(শুল্ক)
প্রজ্ঞাপন

তারিখ, ২০শে পৌষ, ১৩৯৮/৪ঠা জানুয়ারী, ১৯৯২

 এস, আর ও নং ১-আইন/৯২/১৮৩৬/শুল্ক—Customs Act, 1969 (IV of 1969) এর section 19 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, অত্র বিভাগের ২৯শে আশ্বিন, ১৩৯৬/১৩ই সেপ্টেম্বর, ১৯৮৯ তারিখে প্রজ্ঞাপন নং এস, আর ও ৩০৬-আইন/৮৯/১২২৯/শুল্ক নিম্নরূপে সংশোধিত করিলেন, যথা:—

 উপরি-উক্ত প্রজ্ঞাপনের প্রস্তাবনার শেষ ছত্রে “ইহাদের উপর” শব্দাবলীর পর “আরোপণীয় সমুদয় শুল্ক ও বিক্রয় কর মওকুফ করিলেন, যথা:” শব্দাবলী ও চিহ্নসমূহের পরিবর্তে নিম্নরূপ শব্দাবলী ও চিহ্নসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“আরোপণীয় শুল্ক হারের যে পরিমাণ শুল্ক ৫০% এর অতিরিক্ত হয় যে পরিমাণ শুল্ক মওকুফ করিলেন, যথা :”

 ২। এ প্রজ্ঞাপন ১৩ই ফাল্গুন, ১৩৯৮/২৬শে ফেব্রুয়ারী, ১৯৯২ তারিখ হইতে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

নুরুল হোসেইন খান

সচিব। 

 [নথি নং ৫(২)কাস-১/৯০]


মোঃ সিদ্দিকুর রহমান, উপ-নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা কর্তৃক মুদ্রিত।
মোঃ আব্দুর রশীদ সরকার, উপ-নিয়ন্ত্রক, বাংলাদেশ ফরমস্‌ ও প্রকাশনী অফিস,
তেজগাঁও, ঢাকা কর্তৃক প্রকাশিত।
(৯১)
মূল্য : টাকা ১.০০

এই লেখাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কপিরাইটের অধীন। যদিও কপিরাইট আইন, ২০০০ অনুসারে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ কিছু প্রকাশনা বা তার পুনরুৎপাদন কপিরাইট লঙ্ঘনে অভিযুক্ত হবে না:

৭২ নিম্নলিখিত কার্যগুলি কপিরাইট লংঘন হইবে না, যথা:-
(থ) নিম্নে বর্ণিত বিষয়ের পুনরুৎপাদন অথবা প্রকাশনা, যথা:-
(অ) জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন ব্যতীত সরকারী গেজেটে প্রকাশিত হইয়াছে এমন যে কোন বিষয়;
(আ) সরকার কর্তৃক পুনরুৎপাদন বা প্রকাশ নিষিদ্ধ করা না হইলে, সরকার নিযুক্ত কমিটি, কমিশন, কাউন্সিল, বোর্ড বা অনুরূপ অন্যান্য সংস্থার রিপোর্ট পুনরুৎপাদন বা প্রকাশ;
(ই) ভাষ্য সহকারে পুনরুৎপাদিত বা প্রকাশিত হইয়াছে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত এমন কোন আইন;
(ঈ) সংশ্লিষ্ট আদালত, ট্রাইব্যুনাল বা অন্যান্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক পুনরুৎপাদন বা প্রকাশনা নিষিদ্ধ করা না হইলে, উক্ত আদালত, ট্রাইব্যুনাল বা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের রায় বা আদেশ পুনরুৎপাদন বা প্রকাশ;
(দ) নিম্নে বর্ণিত অবস্থায় জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন এবং তদধীনে প্রণীত কোন বিধি অথবা আদেশের যে কোন ভাষায় অনুবাদ তৈরী বা প্রকাশনা, যথা:-
(অ) উক্ত ভাষায় অনুরূপ আইন বা বিধি বা আদেশের অনুবাদ ইতোপূর্বে সরকার কর্তৃক তৈরী বা প্রকাশিত না হওয়া; অথবা
(আ) উক্ত ভাষায় অনুরূপ আইন বা বিধি বা আদেশের অনুবাদ ইতোপূর্বে সরকার কর্তৃক তৈরী ও প্রকাশিত হইয়া থাকিলে, অনুবাদটি জনগণের কাছে বিক্রয়ের জন্য মজুদ নাই:
তবে শর্ত থাকে যে, অনুরূপ অনুবাদের উল্লেখযোগ্য স্থানে এই মর্মে একটি বিবৃতি থাকিতে হইবে যে, অনুবাদটি সরকার কর্তৃক প্রামাণিক মর্মে অনুমোদিত বা গৃহীত হয় নাই;
এই লেখাটি যারা নিজেদের প্রয়োজনে পুনঃব্যবহার করতে চান, তাঁদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বেশ কিছু কার্যের পুনরুৎপাদন নিষিদ্ধ।