বাঙ্গলা ব্যাকরণ/স্বরসন্ধি

উইকিসংকলন থেকে

সন্ধি প্রকরণ।

 পরস্পর সন্নিহিত দুই পদের অন্ত্য ও আদ্য স্বর ব্যঞ্জনের মিলন পূর্ব্বক অন্যথা হওয়াকে সন্ধি কহে। সন্ধি দুই প্রকার; স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। স্বরবর্ণে স্বরবর্ণে মিলিয়া যে সন্ধি হয়, তাহাকে স্বরসন্ধি কহে। আর ব্যঞ্জনবর্ণে স্বর বা ব্যঞ্জনবর্ণ মিলিত হইয়া যে সন্ধি হয়, তাহাকে ব্যঞ্জনসন্ধি কছে।

স্বরসন্ধি।

 সমান স্বর পরে থাকিলে উভয়ে মিলিয়া দীর্ঘ হয়। দীর্ঘস্বর পুর্ব্ববর্ণে যুক্ত হয়। যথা; অদ্য-অপি অদ্যাপি; শুভ আগমন শুভাগমন; মহা-অর্ণব মহার্ণব; মহা-আশয় মহাশয়; গিরি-ইন্দ্র গিরীন্দ্র; প্রতি-ঈক্ষা প্রতীক্ষা মহী-ইন্দ্র মহীন্দ্র; মহী-ঈশ মহীশ; ভানু-উদয় ভানূদয়; তরু ঊর্দ্ধ্ব তরূর্দ্ধ্ব; প্রসূ উদর প্রসূদর; বধূ-উহ বধূহ।

 অকার অথবা আকারের পর ই উ ঋ থাকিলে পূর্ব্ববর্ত্তী অকার অথবা আকারের সহিত যথাক্রমে তাহার গুণ অর্থাৎ তাহার স্থানে এ ও অর্ হয়। আর এ ঐ ও ঔ থাকিলে ঐরূপে তাহার বৃদ্ধি অর্থাৎ তাহার স্থানে এ ঐ ঔ ঔ হয়[১]। উৎপন্ন স্বর সকল পূর্ব্ববণে যুক্ত হয়। যথা; নর-ইন্দ্র নরেন্দ্র; গণ-ঈশ গণেশ; যথা ইষ্ট যথেষ্ট; উমা-ঈশ উমেশ; বক্র-উক্তি বক্রোক্তি; এক-ঊন একোন; লতা-উখিত লতোত্থিত; মহা-ঊর্মি মহোর্ম্মি; দেব-ঋষি দেবর্ষি; মহা-ঋষি মহর্ষি[২]। বৃদ্ধি যথা; এক-এব একৈব; তথা—এতত তথৈতৎ; মত-ঐক্য মতৈক্য; মহা-ঐরাবত মহৈরাবত; জল-ওঘ জলৌঘ; মহা-ওষধি মহৌষধি; গত-ঔৎসুক্য; গতৌৎসুক্য; মহা-ঔষধ মহৌষধ।

 কিন্তু বিম্ব-ওষ্ঠ বিম্বৌষ্ঠ ও বিম্বোষ্ঠ[৩]; স্ব-ঈর স্বৈর; অক্ষ-ঊহিনী অক্ষৌহিণী; প্র-ঊঢ় প্রৌঢ়; প্র-ঊঢ়ি প্রৌঢ়ি। এই কয়েকটি পুর্ব্বের নিয়ম অনুসারে হয় না।

 অসমান স্বরবর্ণ পরে থাকিলে ই ঈ স্থানে য, উ ঊ স্থানে ব ও ঋ স্থানে র্ হয়। উৎপন্ন বর্ণ পরের স্বরবর্ণের সহিত মিলিয়া পূর্ব্ববর্ণে যুক্ত হয়। যথা; অতি-অন্ত অত্যন্ত; মহী-আদি মহ্যাদি; উপরি-উপরি উপর্য্যুপরি; বহু-আয়স বহ্বায়াস; তনু-ঈশ্বর তন্বীশ্বর; পিতৃ-অর্থ পিত্রর্থ।

 স্বরবর্ণ পরে থাকিলে এ স্থানে অয়্, ও স্থানে অব্, ঐ স্থানে আয়্, ঔ স্থানে আব্ হয়। যথা; নে-অন নয়ন; ভো-অন ভবন; নৈ-অক নায়ক; পে-অক পাবক।

 স্বরবর্ণ পরে থাকিলে গোশব্দ স্থানে কখন কখন গব হয়। যথা; গো—অস্থি গবাস্থি; গো-অক্ষ গবাক্ষ।

  1. এক শব্দ পরে থাকিলে পূর্ব্ববর্ত্তী অকারের লোপ হয়। যথা; বার-এক বারেক; অর্দ্ধ-এক অর্দ্ধেক; জন-এক জনেক। এই রূপ পদ প্রায় চলিত ভাষায় ও পদ্যে ব্যবহৃত হইয়া থাকে।
  2. কিন্তু তৃতীয়া তৎপুরুষ সমাস হইলে ঋভ শব্দের ঋর বৃদ্ধি আর্ হয়। যথা; শীত-ঋত শীতার্ত্ত; ক্ষুধা-ঋত ক্ষুধার্ত্ত ইত্যাদি।
  3. ওষ্ঠ ও ওতু শব্দের সহিত সমাস থাকিলে ঐ রূপ পদ হইয়া থাকে।