বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/আন্দামান ও নিকোবর দ্বীপ

উইকিসংকলন থেকে

আন্দামান ও নিকোবর দ্বীপ

 ১৯৪৩ সালের ২৫শে অক্টোবর তারিখে মালয় প্রদেশে বক্তৃতা দিবার পরে ১লা নভেম্বর তারিখে সুভাষচন্দ্র বিমান যোগে টোকিও গমন করেন। তথায় উপস্থিত হইলে অস্থায়ী স্বাধীন ভারত গভর্ণমেণ্টের প্রধান অধিনায়করূপে জাপান গভর্ণমেণ্ট তাঁহাকে সাদরে ও সসম্মানে গ্রহণ করিলেন। পরে ওই নভেম্বরের এক সভায় জেনারেল টোজো সুভাষবাবুকে জানাইলেন জাপান গভর্ণমেণ্টের সিদ্ধান্ত অনুসারে নূতন অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপ অস্থায়ী আজাদ হিন্দ গভর্ণমেণ্টের হস্তে সমর্পণ করা হইল। স্বাধীন ভারতের অস্থায়ী গভর্ণমেণ্ট পরে এই দুইটি দ্বীপের নাম পরিবর্তন করিয়া ‘সহিদ’ ও স্বরাজ’ নাম দিয়াছিলেন।

 ১৯৪৩ সালের ৩০ শে ডিসেম্বর নেতাজী স্বাধীন ভারতের প্রথম রাজ্য সহিদ দ্বীপে উপস্থিত হইয়া তথায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। কর্ণেল লোকনাথন সহিদ ও স্বরাজ দ্বীপের প্রথম চিফকমিশনার নিযুক্ত হইলেন।