বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/ছাত্রসম্মেলন

উইকিসংকলন থেকে

ছাত্র সম্মেলন

 ১৯২৯ সালের ২৯শে সেপ্টেম্বর শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু হাওড়া রাষ্ট্রীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯শে অক্টোবর তিনি পাঞ্জাব ছাত্র সম্মেলনের সভাপতি হন। ১লা ডিসেম্বর তারিখে অমরাবতীর ছাত্র সম্মেলনেও সভাপতিত্ব করেন!

 ১৯২৯ সালের ১লা ডিসেম্বর লাহোরে জাতীয় মহাসমিতির ৪৪ তম অধিবেশন হয়। এই সভায় শ্রীযুক্তবসু পূর্ণ স্বাধীনতাই স্বরাজের অর্থ বলিয়া ঘোষণা করেন। কিন্তু কলিকাতা অধিবেশনের ন্যায় বর্ত্তমান অধিবেশনেও তাঁহার প্রস্তাব অগ্রাহ হয়।