বাল্মীকিপ্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গীতিনাট্য। কৃত্তিবাসী রামায়ণের একটি উপাখ্যান অবলম্বনে ইউরোপীয় অপেরার আদলে রচিত। ১৮৮১ সালে এই নাটকটি প্রকাশিত হয়। ১৮৮৬ সালে নাটকের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই সংস্করণে কালমৃগয়া গীতিনাট্যের কয়েকটি গান গৃহীত হয়েছিল। এই দ্বিতীয় সংস্করণের পাঠটিই বর্তমানে প্রচলিত। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই নাটকের প্রথম অভিনয়ে রবীন্দ্রনাথ স্বয়ং বাল্মীকির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।