বিলাতযাত্রী সন্ন্যাসীর চিঠি
অবয়ব
বিলাতযাত্রী সন্ন্যাসীর চিঠি।
শ্রীমদ ব্রহ্মবান্ধব উপাধ্যায় লিখিত।
প্রকাশক-সমাজপতি ও বসু।
৪৯ নং কর্ণওয়ালিস ষ্ট্রীট,
কলিকাতা।
মূল্য ১৯০ আনা।
ভুমিকা।
এই পুস্তিকায় যে কয়খানি চিঠি প্রকাশিত হইল তাহা আমি বিলাত হইতে বঙ্গবাসী পত্রে লিখিয়াছিলাম। শুনিয়াছি যে চিঠিগুলি সাধারণের ভাল লাগিয়াছিল।
তাই ঐগুলিকে পুনর্মুদ্রিত করিলাম। ইতি।
তারিখ ২০শে শ্রাবণ
১৩১৩।
লেখক।
কলিকাতা ১৯৩ নং কর্ণওয়ালিস ষ্ট্রীট, সারস্বত যন্ত্রে।
শ্রীবিহারীলাল মোহান্ত দ্বারা মুদ্রিত।
এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩০ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।