পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৩৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

২১:৪৩, ১০ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ । ঘূর্ণ হাওয়ায় চাক্ষর পলকে ছিড়িয়ঃ উড়াইয়া লইয়া গেল। কিছুক্ষণ নিঃশৰে বসিয়া থাকিয়া পরে বোনের মাথায় হাত রাখিয়া ধীরে ধীরে বুলাইতে বুলাইতে বলিলেন, আচ্ছ যা । সঙ্গে কি আর দরওয়ান যাক । কেমন থাকে গিয়েই টেলিগ্রাফ করিস্—জামি কাল-পরও তা হলে রমণী ডাক্তারকে সঙ্গে নিয়ে গিয়ে পড়বে। বলিয়া তাহাকে একটু স্বমুখে টানিবার চেষ্টা করিতেই সরোজিনী দুই হাতে মুখ ঢাকিয়া ঘর হইতে ছুটিয়া পলায়ন করিল। শশাঙ্ক মূঢ়ের মত চাহিয়া খালিয়া সেই প্রশ্নট করিল, সতীশবাবুর অস্থখ, তাতে উনি কেন ষাবেন, এ ত বুঝতে পারলম না জ্যোতিষবাৰু ? এ-সব কি ব্যাপার বলুন ত ? .*. জ্যোতিবের কানে এ-প্রশ্ন পৌঁছিল কিমা বলা শক্ত। তিনি যেন স্বপ্নাবিক্টের মত বলিতে বলিতে বাহির হইয়া গেলেন—তার জন্তে ও এত ব্যাকুল হবে এ ত স্বপ্নেও ভাবিনি ! এরা বলে একরকম—করে অন্যরকম—এ-সব কি কাগু হতে চলল । স্টেশনে নামিয়া উপেক্স যে ভদ্র যুবকটির কাছে সতীশের গ্রামের পথ জিজ্ঞাসা করিলেন, ভাগ্যক্রমে সে ছোকরা তাহারই ডিসপেনসারির কম্পাউণ্ডার, নিজের কি একটা কাজে স্টেশনে আসিয়াছিল । বাবুর বাড়িই গন্তব্য স্থান শুনিয়া সে বিস্তর ছুটাছুটি করিয়া একখানা মাত্র পালকি সরোজিনীর জন্য যোগাড় করিতে পারিল এবং উপেন্সকে কহিল, ঐ ত মহেশপুর দেখা যাচ্ছে, চলুন না, কথা কইতে কইতে হেঁটে যাব,—যেতে অধি ঘণ্টাও লাগবে না। নইলে, গোরুর গাড়িতে গেলে অনেক দেরি হবে । হাটবার অবস্থা উপেন্দ্রর নয়, কিন্তু গো-শকটের ভয়ে পদব্রজেই স্বীকার করিলেন । সরোজিনীকে পালকিতে বসাইয়া দিয়া এবং দরওয়ান ও দাসীকে সঙ্গে দিয়া উপেন্দ্র ছেলেটির সঙ্গে রওনা হইয়া পড়িলেন । তাহার বয়স সতেরো-আঠারোর বেশী নয়,—খুব চালাক চটপটে, নাম এককড়ি । তাহার ভরসা আছে, আর বছরখানেক কোনমতে তাহাদের পাশ-করা ডাক্তারবাবুর সঙ্গে ঘুরিতে পারিলে লেও আলাদা গ্র্যাকুটিল করিতে পারিবে। তাহার মতে ভাক্তারিটা কিছুই নয়, ও কেবল একটু হাত-যশ হওয়া চাই ! নইলে যে বাঁচবার সে বঁাচে, যে মরবার সে किङ्क७हे दैछ जो । উপেক্স. তাহাতে কিছুমাজ মতভেদ নাই জানাইয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের বাৰু ७ेन cश्बन चांग्घ्न ? - 용