পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৭৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

২১:৫৪, ১০ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় । fজড কাটিয়া ব্ৰজবাবু বলিলেন, গোৱিন্দ ! গোবিন্দ | দীনদযাল দীনবন্ধু-পতিতপাবন তিনি। তিনি যে অশরণের শরণ নতুন-বোঁ— # * উচ্ছ্বসিত কান্ন প্রাণপণে দমন করিতে করিতে সবিতা বলিলেন, শুধু তোতাপাখীর মত মুখেই এ-সব আওড়ে গেলে মেজকর্তা ! তোমাদের ধৰ্ম্ম, তোমাদের যা তৈরি করেচে সে তোমরা নিজচক্ষে দেখতে পাচ্ছে না তাই রক্ষে । যে ধৰ্ম্মে ক্ষমা নেই, সে ধৰ্ম্ম অধৰ্ম্ম থকে কতটুকু আর উচু ? সবিতা ত্বরিতপদে মন্দিরের বাহিরের দিকে অগ্রসর হইলেন । বিমূঢ় ব্রজবাবুর সামনে আসিয়া বিমলবাবু বলিলেন, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, কখন আপনার সুবিধা হবে জানতে পারলে । r ব্ৰজবাৰু বলিলেন, যখন আপনার সুবিধা হবে তখনই। বিমলবাবু বলিলেন, বেশ, কাল দুপুরে আমি আসব। আপনার বাসাটা— এই মন্দির থেকে বেরিয়ে বঁ-হাতি রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে ডাইনে গলিতে। ঘনশ্যামদাস বাবাজীর কুঞ্জ বললে সকলেই দেখিয়ে দিতে পারবে। রেণু বলিল, বাবা, কাল যে ঐগুরু কুঞ্জে মহারাজের অহোরাত্র নামকীৰ্ত্তন আর বৈষ্ণব সেবা আছে। কাল সারাদিন আমরা তো সেইখানেই থাকবো । ব্ৰজবাবু ব্যস্ত হইয়া বলিলেন, ঠিক মনে করিয়ে দিয়েচিল মা। বিমলবাবু, কাল আমায় মাপ করতে হবে ; কাল আমি সারাদিন আমার গুরুদের শ্ৰীশ্ৰীবৈকুণ্ঠ দাস বাবাজীর শ্ৰীকুঞ্জে থাকবো। আপনি পরশু সকালে এলে অসুবিধা হবে কি ? বিমলবাবু বলিলেন, কিছু না। তা হলে পরশু সকালেই আমি আপনার কাছে আসবো ! নমস্কার । - ব্ৰজবাবু বলিলেন, গোবিন্দ ! গোবিন্দ । মোটরে উঠিয়াই আসনের উপর ক্লান্ত দেহ এলাইয়া দিয়া সবিতা বলিলেন, জার নানা স্থানে ছুটে বেড়াতে ভালো লাগচে না। এইবার বিশ্রাম চাই দয়াময়। বিস্থিত বিমলবাবু সবিতার মুখের পানে তাকাইয়া বলিলেন, বৃন্দাবনেই থাকবে স্থির করলে নাকি ? n না-না-না ! এখানে আমি একদও টিকতে পারবো না । কণ্ঠস্বরে একটু জোর দিয়াই বলিলেন, আমাকে সিঙ্গাপুরে নিয়ে চলে । * অত্যন্ত বিস্থিত হইয়া বিমলবাবু বলিলেন, সে কি ? * স্থ্য-কাল সকালেই যাত্রার সমস্ত ব্যবস্থা করে ফেলে। একদিনও জার বিলখ মা—সবিতার কণ্ঠে আকুল মিনতি ধ্বনিত হইয়া উঠিল। t বিমলবাবু বলিলেন, এমন অীর হয়ে না সবিতা। কাল তো ৰাওয়া হতে পারে ३***