পাতা:শেষ প্রশ্ন.djvu/১৯৫: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
NasirkhanBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

২৩:১৯, ১০ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS ఏ শেষ প্রশ্ন সংসারে গতিশীল মানব-চিত্তের পদে পদে যে সত্য নিত্য নূতন রূপে দেখা দেয়, সবাই তাকে চিনতে পারেনা। ভাবে এ কোন আপদ কোথা থেকে এলো । সেদিন তাজমহলের ছায়ার নীচে শিবানীকে মনে পড়ে ? আজ কমলের মাঝখানে তাকে আর চিনতে পারাও যাবেনা। মনে হবে সে যাকে দেখেছিলাম কোথায় গেল • সে । কিন্তু এই মানুষের সত্য পরিচয়,—এমনি ভাবেই লোকের কাছে যেন চিরদিন পরিচিত হতে পারি আশুরাবু , একটুখানি থামিয়া বলিল, কিন্তু তর্ক-বিতর্কের ঝোড়োহাওয়ায় আমাদের খেই হারিয়ে গেল,—আসল ব্যাপার থেকে সবাই সরে গেছি। আমি কিন্তু অত্যন্ত ক্লান্ত, এখন উঠি । আগুবাবু নিরুত্তরে বিহালের ন্যায় চাহিয়া রহিলেন। এই মেট্রেটিকে কোথাও তিনি অস্পষ্ট বুঝিলেন, কোথাও বা একেশরেই বুঝিলেন না ; শুধু ইহাই মনে হইতে লাগিল এইমাত্র সে যে ঝোড়ো-হাওয়ার উল্লেখ করিয়াছিল, সেই প্রচণ্ড ঝঙ্কা-মুখে* তৃণ-খণ্ডের ন্যায় তাহার সর্বপ্রকার আবেদন নিবেদন ভাসিয়া গেছে। কমল উঠিয়া দাড়াইল । অজিতকে ইঙ্গিতে আহবান করিয়া কহিল, সঙ্গে কোরে এনেছিলেন, চলুননা পৌছে দেবেন। কিন্তু আজ সে সঙ্কোচে যেন মুখ তুলিতেই পারিলনা। কমল মনে মনে একটু হাসিয়া আগাইয়া আসিয়া সহসা রাজেন্দ্রর কাধের উপর একটা হাত রাখিয়া বলিল, রাজেনবাবু, তুমি চলোনা ভাই আমাকে রেখে আঁসবে। এই মাকস্মিক আত্মীয় সম্বোধনে রাজেন বিস্মিত হইয়া একবার তাহার প্রতি চাহিল, তাহার পরে কহিল, চলুন। দ্বারের কাছে আসিয়া কমল হঠাৎ ফিরিয়া দাড়াইয়। বলিল,