পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট গুগল ওসিআর থেকে প্রাপ্ত লেখা যোগ করছে
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

১৬:৪৭, ১১ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՓ ত্রয়োদশ পরিচ্ছেদ সরকারমশায়, কাশীতে তাকে রেখে আসবার সময় (হরিয়াল কি কিছু ব’লে দিয়েছিলেন ? ... ' সরকার কহিল, তার সঙ্গে জামায় ত দেখা হয় নি। চজনাৰ ভয় পাইয়া কহিল, দেখা হয়নি । তবে কার কাছে দিয়ে এলেন ? তার মায়ের সঙ্গে ত দেখা হয়েছিল ? : . সরকার মাথা নাড়িয়া বলিল, আজ্ঞে না, বাড়িতে ত কেউ । ছিল না । - * * কেউ ছিল না? সে বাড়িতে কেউ থাকে কি না, লে সং দি নিয়েছিলেন ত ? হরিদয়াল আর কোথাও উঠে যেতেও ত পায়ে” সরকার কহিল, সে সংবাদ নিয়েছিলাম। দু ল ঘোষাল সেই বাড়িতে থাকতেন। - চন্দ্রনাথ নিশ্বাস ফেলিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকি জিজ্ঞাপ করিল, এ পর্যন্ত কত টাকা পাঠিয়েছেন ? . . . . "ঙ্কে টাকা-কড়িত কিছু পাঠাই নি। । পাঠান নি। চন্দ্রনাথ সবিস্ময়ে বেদনায় উৎকণ্ঠায় পাংশুবর্ণ ইষ্টয় কৃলি, কেন । সরকার লক্ষায় ত্ৰিয়মাণ হই কছিল, মামাৰাৰুহালয় টাং হিসাবে কিছু পাঠালেই হবে। # প্রধাৰ শুনিয়া চন্দ্রনাথ অগ্নিমূৰ্ত্তি হইয়া উঠিল। . . চ টাকার হিসাবে ? কেন, টাকা কি মামাবাবুৰ ? পৃদি প্রতিমাসে কাশীর ঠিকানার পাঁচশ টাকা করে পাঠাবেন। যে অঙ্গে,বলিয়া সরকার গুপ্তিত হইয়াধীরে ধীরে সরিয়া গেল।