পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: "ᎿᏉ8 চিত্ৰবিচিত্র রোদের তাপে হাওয়া কাপে, মাঠের বালি তেত..." দিয়ে পাতা
 
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
(কোনও পার্থক্য নেই)

০৮:৫৫, ২০ জুলাই ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎿᏉ8 চিত্ৰবিচিত্র রোদের তাপে হাওয়া কাপে, মাঠের বালি তেতে যায় পাকুড়-তলার ঘাটে গোরু দিঘিতে জল খেতে যায় ডিঙি চলে ধিকি ধিকি, নদীর ধারা মিহি । দুপুর-রোদে আকাশে চিল ডাক দিয়ে যায় চিহি। লখা চলে ছাতা মাথায়, গৌরী কোনের বর— ড্যাঙ, ড্যাঙ ড্যাঙ বাছি বাজে, চড়ক-ডাঙায় ঘর । হাটুজলে পার হয়ে যায় মরা নদীর সোতা, পাড়ির কাছে পাকে ডিঙি আধখানা রয় পোতা । এনামেলের-বাসন-ভরা চলেছে এক বাক, কামার পিটোয় দুম্হূমিয়ে গোরুর গাড়ির চাকা