গীতালি/২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Mahir256 (আলোচনা | অবদান)
Mahir256 গীতালি/তুমি আড়াল পেলে কেমনে পাতাটিকে গীতালি/২ শিরোনামে কোনো পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তর করেছেন: ক্রমিক সংখ্যা দিয়ে নামকৃত
(কোনও পার্থক্য নেই)

০৬:১৮, ১ মে ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

তুমি আড়াল পেলে কেমনে
এই মুক্ত আলোর গগনে?
কেমন করে শূন্য সেজে
ঢাকা দিলে আপনাকে যে,
সেই খেলাটি উঠল বেজে
                           বেদনে--
          আমার প্রাণের বেদনে।
আমি এই বেদনার আলোকে
তোমায় দেখব দ্যুলোক-ভূলোকে।
        সকল গগন বসুন্ধরা
        বন্ধুতে মোর আছে ভরা,
        সেই কথাটি দেবে ধরা
                               জীবনে--
            আমার গভীর জীবনে।

শান্তিনিকেতন, ৪ ভাদ্র, ১৩২১