পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
সম্পাদনা সারাংশ নেই
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
৪ নং লাইন: ৪ নং লাইন:
{{Block center/s}}<poem>
{{Block center/s}}<poem>
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে,
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে,
::::মেঘ-আঁচলে নিলে ঘিরে।
:::মেঘ-আঁচলে নিলে ঘিরে।
::::::সূর্য হারায়, হারায় তারা,
::::::সূর্য হারায়, হারায় তারা,
::::::আঁধারে পথ হয় যে হারা,
::::::আঁধারে পথ হয় যে হারা,

০০:৪৫, ২ মে ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৩


আবার শ্রাবণ হয়ে এলে ফিরে,
মেঘ-আঁচলে নিলে ঘিরে।
সূর্য হারায়, হারায় তারা,
আঁধারে পথ হয় যে হারা,
ঢেউ দিয়েছে নদীর নীরে॥


সকল আকাশ, সকল ধরা,
বর্ষণেরি বাণী-ভরা।
ঝরঝর ধারায় মাতি
বাজে আমার আঁধার রাতি,
বাজে আমার শিরে শিরে॥

১০ ভাদ্র [১৩২১] সুরুল