পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Purbayan Chowdhury (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh|১৪|চিত্ৰবিচিত্র|}}
{{rh|১৬|চিত্ৰবিচিত্র|}}
{{block center/s}}
{{block center/s}}

১৭:৩২, ২২ মে ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৬
চিত্ৰবিচিত্র


ডিঙি চ’ড়ে আসে চাষী
কেটে লয় ধান,
বেলা গেলে গাঁয়ে ফেরে
গেয়ে সারিগান।
মােষ নিয়ে পার হয়
রাখালের ছেলে,
বাঁশে বাঁধা জাল নিয়ে
মাছ ধরে জেলে।

মেঘ চলে ভেসে ভেসে
আকাশের গায়,
ঘন শেওলার দল
জলে ভেসে যায়।