পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৫৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Preetidipto.21 (আলোচনা | অবদান)
বট অনাকাঙ্ক্ষিত ফাঁক সরাচ্ছে, কোন সমস্যা?
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
<poem>
<poem>
অনন্ত ভাবের দল হৃদয়-মাঝারে তাঁর
অনন্ত ভাবের দল হৃদয়-মাঝারে তাঁর
:::::হতেছিল আকুল ব্যাকুল ;
:::::হতেছিল আকুল ব্যাকুল;
:::::মুক্ত হয়ে ছুটিল তাহারা
:::::মুক্ত হয়ে ছুটিল তাহারা
::::জগতের গঙ্গোত্রী-শিখর হতে
::::জগতের গঙ্গোত্রী-শিখর হতে

২১:২৫, ১০ নভেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত

অনন্ত ভাবের দল হৃদয়-মাঝারে তাঁর
হতেছিল আকুল ব্যাকুল;
মুক্ত হয়ে ছুটিল তাহারা
জগতের গঙ্গোত্রী-শিখর হতে
শত শত স্রোতে,
উচ্ছ্বসিল অগ্নিময় বিশ্বের নির
বাহিরিল অগ্নিময়ী বাণী,
উচ্ছ্বসিল বাষ্পময় ভাব।
উত্তরে দক্ষিণে গেল,
পূরবে পশ্চিমে গেল,
চারিদিকে ছুটিল তাহারা,
আকাশের মহাক্ষেত্রে শৈশব-উচ্ছ্বাস-বেগে
নাচিতে লাগিল মহােল্লাসে।
শব্দশূন্য শূন্যমাঝে সহসা সহস্র স্বরে
জয়ধ্বনি উঠিল উথলি,
হর্ষধ্বনি উঠিল ফুটিয়া,
স্তব্ধতার পাষাণ-হৃদয়
শত ভাগে গেলরে ফার্টিয়া।
শব্দস্রোত ঝরিল চৌদিকে
এককালে সমস্বর—
পূরবে উঠিল ধ্বনি পশ্চিমে উঠিল ধ্বনি,
ব্যাপ্ত হল উত্তরে দক্ষিণে।

১৪২