পাতা:স্ফুলিঙ্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
বৈধকরণ
বট অনাকাঙ্ক্ষিত ফাঁক সরাচ্ছে, কোন সমস্যা?
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
{{block center/s}}<poem>
{{block center/s}}<poem>
দিনের অালো নামে যখন
দিনের আলো নামে যখন
::ছায়ার তাতলে
::ছায়ার তাতলে
আমি আসি ঘট ভরিবার ছলে
আমি আসি ঘট ভরিবার ছলে

০৭:২২, ১১ নভেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

৮৩

দিনের আলো নামে যখন
ছায়ার তাতলে
আমি আসি ঘট ভরিবার ছলে
একলা দিঘির জলে।
তাকিয়ে থাকি, দেখি, সঙ্গীহারা
একটি সন্ধ্যাতারা
ফেলেছে তার ছায়াটি এই
কমলসাগরে।

ডোবে না সে, নেবে না সে,
ঢেউ দিলে সে যায় না তবু স’রে—
যেন আমার বিফল রাতের
চেয়ে থাকার স্মৃতি

৮৩