পাতা:ইংরেজ ডাকাত - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/১৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
ট্যাগ: মুদ্রণ সংশোধন করা হয়নি
 
ট্যাগ: মুদ্রণ সংশোধন করা হয়েছে
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh|১২|{{larger|দারোগার দপ্তর, ৩৩ম সংখ্যা।}}|}}
{{rule}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
আমাদের সেই অনুসন্ধান চলিতে লাগিল। তাহাতে একটু ফলও ফলিল।
১২ দারোগার দপ্তর, ৩৩ম সংখ্যা। আমাদের সেই অনুসন্ধান চলিতে লাগিল। তাহাতে একটু ফলও ফলিল। যে মিসের নিকট তাহার সর্বদা যাতায়াত ছিল, একদিবস দেখিলাম, সন্ধ্যার সময় সেই মিস্ আপনার স্থান পরিত্যাগ পূর্ব্বক একখানি ঠিকাগাড়িতে উঠিল। আমিও অপর আর একখানি ঠিকাগাড়ি করিয়া তাহার অনুগমন করিলাম। তাহার গাড়ি ইডেন গার্ডেনের দ্বারে গিয়া উপস্থিত হইল, আমিও সেইস্থানে গিয়া অবতরণ করিলাম। মিস্ বাগানের ভিতর প্রবেশ করিল, আমিও তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া, তাহার নিকট-নিকটেই বেড়াইতে লাগিলাম। সেই সময়ে তাহার হস্তস্থিত অলঙ্কারের মধ্যে একগাছি সোণার বালার উপর আমার নয়ন পড়িল। উক্ত বালা দেখিয়া আমার বেশ অনুমান হইল, যে সকল দ্রব্য চুরি গিয়াছে বলিয়া ওয়ার্নার চুরির নালিস করিয়াছিল, তাহার মধ্যে এইরূপ গড়নের দুইগাছি বালার কথাও উল্লিখিত আছে। এই ব্যাপার দেখিয়া আমি আর কোন কথা না বলিয়া, সেই স্থান হইতে আপনার থানায় আগমন করিলাম। সেইস্থানের আমার উর্ধ্বতন ইংরাজ-কর্মচারীর নিকট আমার। মনের সন্দেহের কথা বলিলে, সেইদিবস রাত্রিতেই তিনি সেই মিসের বাড়ীতে গমন করিয়া সেই বালার কথা জিজ্ঞাসা করিলেন।—আমিও তাঁহার সঙ্গেই ছিলাম।-উত্তরে মিস, কহিল যে, সে সেই বালা ওয়ার্ণার সাহেবের নিকট হইতে প্রাপ্ত হইয়াছে। তাহার নিকট ইহাও অবগত হওয়া গেল যে, ওয়ার্ণার সাহেব বোম্বাই সহরে আপনার মাতার নিকট


{{gap}}যে মিসের নিকট তাঁহার সর্ব্বদা যাতায়াত ছিল, একদিবস দেখিলাম, সন্ধ্যার সময় সেই মিস্ আপনার স্থান পরিত্যাগ পূর্ব্বক একখানি ঠিকাগাড়িতে উঠিল। আমিও অপর আর একখানি ঠিকাগাড়ি করিয়া তাহার অনুগমন করিলাম। তাহার গাড়ি ইডেন গার্ডেনের দ্বারে গিয়া উপস্থিত হইল, আমিও সেইস্থানে গিয়া অবতরণ করিলাম। মিস্ বাগানের ভিতর প্রবেশ করিল, আমিও তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া, তাহার নিকট-নিকটেই বেড়াইতে লাগিলাম। সেই সময়ে তাহার হস্তস্থিত অলঙ্কারের মধ্যে একগাছি সোণার বালার উপর আমার নয়ন পড়িল। উক্ত বালা দেখিয়া আমার বেশ অনুমান হইল, যে সকল দ্রব্য চুরি গিয়াছে বলিয়া ওয়ার্ণার চুরির নালিস করিয়াছিল, তাহার মধ্যে এইরূপ গড়নের দুইগাছি বালার কথাও উল্লিখিত আছে। এই ব্যাপার দেখিয়া আমি আর কোন কথা না বলিয়া, সেই স্থান হইতে আপনার থানায় আগমন করিলাম। সেইস্থানের আমার উর্ধ্বতন ইংরাজ-কর্ম্মচারীর নিকট আমার মনের সন্দেহের কথা বলিলে, সেইদিবস রাত্রিতেই তিনি সেই মিসের বাড়ীতে গমন করিয়া সেই বালার কথা জিজ্ঞাসা করিলেন।—আমিও তাঁহার সঙ্গেই ছিলাম।—উত্তরে মিস, কহিল যে, সে সেই বালা ওয়ার্ণার সাহেবের নিকট হইতে প্রাপ্ত হইয়াছে। তাহার নিকট ইহাও অবগত হওয়া গেল যে, ওয়ার্ণার সাহেব বোম্বাই সহরে আপনার মাতার নিকট
“ √ ‘ — ’ ”

১২:১৭, ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
দারোগার দপ্তর, ৩৩ম সংখ্যা।

আমাদের সেই অনুসন্ধান চলিতে লাগিল। তাহাতে একটু ফলও ফলিল।

 যে মিসের নিকট তাঁহার সর্ব্বদা যাতায়াত ছিল, একদিবস দেখিলাম, সন্ধ্যার সময় সেই মিস্ আপনার স্থান পরিত্যাগ পূর্ব্বক একখানি ঠিকাগাড়িতে উঠিল। আমিও অপর আর একখানি ঠিকাগাড়ি করিয়া তাহার অনুগমন করিলাম। তাহার গাড়ি ইডেন গার্ডেনের দ্বারে গিয়া উপস্থিত হইল, আমিও সেইস্থানে গিয়া অবতরণ করিলাম। মিস্ বাগানের ভিতর প্রবেশ করিল, আমিও তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া, তাহার নিকট-নিকটেই বেড়াইতে লাগিলাম। সেই সময়ে তাহার হস্তস্থিত অলঙ্কারের মধ্যে একগাছি সোণার বালার উপর আমার নয়ন পড়িল। উক্ত বালা দেখিয়া আমার বেশ অনুমান হইল, যে সকল দ্রব্য চুরি গিয়াছে বলিয়া ওয়ার্ণার চুরির নালিস করিয়াছিল, তাহার মধ্যে এইরূপ গড়নের দুইগাছি বালার কথাও উল্লিখিত আছে। এই ব্যাপার দেখিয়া আমি আর কোন কথা না বলিয়া, সেই স্থান হইতে আপনার থানায় আগমন করিলাম। সেইস্থানের আমার উর্ধ্বতন ইংরাজ-কর্ম্মচারীর নিকট আমার মনের সন্দেহের কথা বলিলে, সেইদিবস রাত্রিতেই তিনি সেই মিসের বাড়ীতে গমন করিয়া সেই বালার কথা জিজ্ঞাসা করিলেন।—আমিও তাঁহার সঙ্গেই ছিলাম।—উত্তরে মিস, কহিল যে, সে সেই বালা ওয়ার্ণার সাহেবের নিকট হইতে প্রাপ্ত হইয়াছে। তাহার নিকট ইহাও অবগত হওয়া গেল যে, ওয়ার্ণার সাহেব বোম্বাই সহরে আপনার মাতার নিকট