পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১৭৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

২৩:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अग्नद-जांश्छिा-नW¢ई আমুন, বলিয়া সম মুখ টিপিয়া একটুখানি হাসিল। এত ভিড কিসের গো ? বলিয়া গাজুলী অগ্রসর হইযা আসিযা হঠাৎ যেন অশ্চিয্য ইষ্টযা গেলেন- -ব্যস। তাই ত গা-মাছ বড় মন্দ ধরা পড়েনি দেখচি । বড় পুকুবে জাল দেওয়া হ’ল বুঝি ? এ সকল প্রশ্নের উত্তর দেওবা সকলেই বাহুল্য মনে কবিঘা মৎস্য বিভাগের প্রতি ফুকিয়া রহিল এক অল্পক্ষণের মধ্যেষ্ঠ তা সমাধা হইয৷ গেল। বেণী নিজের অংশের প্রায সমস্তটুকুত চাকরেব মাথায় তুলিয দিয়া ধীবধেব প্রতি একটা চোখেব ইঙ্গিত করিযা গৃহে প্রত্যাগমনের উদ্যোগ করিল এবং মুখুয্যেদের প্রযোজন অল্প বলিয়া বমার অংশ হইতে উপস্থিত সকলেই যোগ্যতামুসারে কিছু কিছু সংগ্ৰহ কবিযা ঘবে ফিরিবার উপক্রম করিতেছে, এমন সময সকলেই আশ্চর্য্য হইয়া চাহিযা দেখিল, রমেশ ঘোষালেব সেই বেঁচে হিন্দুস্থানী চাকরটা তাহার মাথাব সমান উচু বাশের লাঠি হাতে, একেবাবে উঠানের মাঝখানে আসিয়া দাডাইযাছে। এই লোকটার চেহাবা এমনি দুশমনের মত যে, সকলেব আগে সে চোখে পডেই এবং একবার পণ্ডিলেই মনে থাকে। গ্রামেব ছেলে-বুড়া সবাই তাহাকে চিনিয়| লঠযাছিল, এমন কি, তাহার সম্বন্ধে নানাবিধ আজগুবি গল্পও ধীবে ধীরে প্রচারিত এবং প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিয়াছিল। লোকটা এত লোকের মাঝখানে কমাকেই যে কি কবিয়া কত্রেী বলিয়া চিনিল তাই সেই জানে, দূর হইতে মস্ত একটা সেলাম কবিয়া মHজী বলিয়া সম্বোধন করিল এবং কাছে আসিয়া দাড়াইল । তাহার চেহারা যেমনই হোক, কণ্ঠস্বর সত্যই ভযানক—অত্যন্ত মোট এবং ভাঙা । অব একটা সেলাম করিয়া হিন্দী-বাঙলা মেশানো ভাষায সংক্ষেপে জানাইল, সে রমেশবাবুর ভূত্য এবং মাছের তিন ভাগের এক ভাগ গ্রহণ করিতে আসিয়াছে রমা বিস্ময়ের প্রভাবেই হোক, ব। তাহার সঙ্গত প্রাধনার বিরুদ্ধে কথা খুজিয়া না পাওয়াব জন্যই হোক সহসা উত্তর দিতে পারল । লোকটা চকিতে ঘাড ফিরাইয়া বেণীর ভূতাকে উদ্দেশ করিয়া গম্ভীব গলtয বলিল, এই যাও মাৎ ৷ চাকরটা ভয়ে চার পা পিছাইয়া দাড়াহল। আধ-মিনিট পয্যন্ত কোথাও একটু শব্দ নাই , তখন বেণী সাহস করিল। যেখানে ছিল সেইখান হইতে বলিল, কিসের ভাগ ? ভজুয়া তৎক্ষণাৎ তাহাকে একটা সেলাম দিয়া সসন্ত্রমে কহিল, বাবুজা, আপকে নেহি পুছাঁ । মাস অনেক দূরে রকেব উপর হইতে তীক্ষকণ্ঠে ঝন ঝন্‌ করিয়া বললেন, কি বে বাপু মায়ুবি না কি ! ভজুয়া এক মুহূৰ্ত্ত ৩াহার প্রতি চাহিয়া হিল, পরক্ষণে তাহার ভাঙ্গা গলার Sole