লালন-গীতিকা/২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
নতুন পাতা
 
(কোনও পার্থক্য নেই)

১৫:৪৭, ১০ অক্টোবর ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট ত্রুটি: দয়া করে খালি প্যারামিটার অপসারণ করবেন না (শৈলীর নির্দেশিকা টেমপ্লেটের নথি দেখুন)।



এই মানুষে সেই মানুষ আছে
কতো মুনি ঋষি যোগী তপস্বী
তারে খুঁজে বেড়াচ্ছে।।

জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে কে পায়
আলেক মানুষ অমনই সদাই
আছে আলেকে বসে।।

অচিন দলে বসতি যার
দ্বিদল পদ্মে বারাম তার
দল নিরূপণ হবে যাহার
সে রূপ দেখবে অনাসে।।

আমার হলো বিভ্রান্ত মন
বাইরে খুঁজি ঘরের ধন
সিরাজ সাঁই কয় ঘুরবি লালন
আত্মতত্ত্ব না বুঝে।।