বিষয়শ্রেণী:রামপ্রসাদ সেন রচিত লেখা

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন


বেহাগ-কাওয়ালি

আশাবাসা ঘাের-তমােনাশা, বামা কে (মোহিনী)। ঘাের ঘটা কান্তিছটা, ব্রহ্মকে ঠেকেছে। রূপসী শিরসি শশী, হাসি এলােকেশী, মুখ জ্বালা সুধা ঢালা কুলবালা নাচিছে ৷ দ্রুত চলে আস্য টলে, বাহুবলে দৈত্য দলে; ডাকে শিবা কব কিবা, নিশি দিবা করেছে ॥ ক্ষীণ-দীন ভাগ্যহীন, দুষ্টচিত্ত সুকঠিন; রামপ্রসাদে কালীর বাদে কী প্রমাদে ঠেকেছে ৷


প্রসাদা একতাল

কাজ কী মা সামান্য ধনে।

(ও কে) কাদছে গাে তাের ধন বিহনে । সামান্য ধন দিলে তারা, পড়ে রবে ঘরের কোণে । যদি দাও মা আমায় অভয় চরণ, রাখি হৃদিপদ্মাসনে ॥ গুরু আমায় কৃপা করে মা, যে ধন দিলেন কানে কানে। এমন গুরু-আরাধিত মন্ত্র, তাও হারালেম সাধন বিনে ॥ প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তােমার নিজ গুনে। আমি অন্তিমকালে জয় দুর্গা বলে, স্থান পাই যেন ঐ চরণে ॥


প্রসাদী একতাল -

ডুব দে রে মন কালী বলে, হৃদি-রত্নাকরের অগাধ জলে। রত্নাকর নয় শূন্য কখন, দু’চার ডুবে ধন না পেলে। তুমি দমসামর্থ্যে এক ডুবে যাও, কুলকুণ্ডলিনী কূলে ॥ জ্ঞান-সমুদ্রের মাঝে রে মন, শান্তিরূপা মুক্তা ফলে । তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে, শিব যুক্তি মতে চাইলে ॥ কামাদি ছয় কুম্ভীর আছে, আহার-লোভে সদাই চলে । তুমি বিবেক-হদি গায় মেখে যাও, ছোঁবে না তার গন্ধ পেলে।

রতন মাণিক্য কত, পড়ে আছে সেই জলে। রামপ্রসাদ বলে, ঝম্প দিলে, মিলবে রতন ফলে ফলে ।

এই বিষয়শ্রেণীতে বর্তমানে কোনও পাতা বা মিডিয়া ফাইল নেই।