বিষয়বস্তুতে চলুন

বেদিয়া বালিকা

উইকিসংকলন থেকে

বেদিয়া বালিকা

গৃহপাঠ্য পুস্তকাবলী ।

THE GIPSY GIRL.


বেদিয়া বালিকা।

(ঐতিহাসিক উপন্যাস ।)

শ্রীউমেশচন্দ্র দত্ত সঙ্কলিত


শ্রীআশুতোষ ঘোষ দ্বারা প্রকাশিত ।


কলিকাতা

২১০/১ কর্ণওয়ালিস ষ্ট্রীট, ভিক্টোরিয়া প্রেসে
শ্রীভুবনমোহন ঘোষ দ্বারা মুদ্রিত ।


১৮৮৪ ।

মুখবন্ধ ।

 ‘বেদিয়া বালিকা’ কারা-কুসুমিকার ন্যায় একটী ফরাসী উপন্যাস অবলম্বনে লিখিত। ইহার আগা গোড়া ভেল্‌কীর কাণ্ড। সহৃদয় পাঠক! ইহা পড়িতে আরম্ভ করিলে শেষ না করিয়া ছাড়িতে পারিবে না, সুতরাং ইহার সম্বন্ধে অধিক ভণিতা করা বাহুল্য। সংক্ষেপে এই বলা যায়, ইহা পড়িতে পড়িতে যত হাসিতে চাও, হাসিবে; কাঁদিতে চাও, কাঁদিবে। কিন্তু এই হাসির মধ্যে দুঃখ এবং কান্নার মধ্যে সুখ আছে, তাহা না হইলে ভেল্‌কীর কাণ্ড হইবে কেন? আর একটী কথা এই, সকল ভেল্‌কী অপেক্ষা ধর্ম্মের ভেল্‌কী অধিক আশ্চর্য্য। লোকে ইহা দেখে না, কিন্তু ইহা বড় সত্য। বেদিয়া-বালিকা ইহা সপ্রমাণ করিবে। ‘ঈশ্বরের আশ্চর্য্য কৌশলে নরকের মধ্যে স্বর্গের পুষ্প প্রস্ফুটিত হয় এবং সাধুতার পরিণাম সুখকর’ এই মহা সত্যটী এই ক্ষুদ্র উপন্যাস পাঠে যদি কাহারও হৃদ্‌গত হয়, তাহা হইলে ইহার প্রচারের উদ্দেশ্য সফল হইবে।

বামাবোধিনী কাৰ্যালয়
মাঘ ১২৯০

প্রকাশক ।

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

অধ্যায় 
 পৃষ্ঠা

এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩০ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।