বেলুনে পাঁচ সপ্তাহ
বেলুনে পাঁচ সপ্তাহ

শ্রীরাজেন্দ্রলাল আচার্য্য বি-এ
প্রণীত
দ্বিতীয় সংস্করণ





শ্রীব্রজেন্দ্ৰমোহন দত্ত
ষ্টুডেন্টস্ লাইব্রেরী
৫৭ ১নং কলেজ ষ্ট্রীট, কলিকাতা
১৩৩২
প্রকাশক—ব্রজেন্দ্রমোহন দত্ত
ষ্টুডেণ্টস্ লাইব্রেরী,
৫৭।১নং কলেজ ষ্ট্রীট, কলিকাতা।
প্রিণ্টার-শ্রীরত্নেশ্বর ভট্টাচার্য্য
বেঙ্গল প্রিণ্টারস্ লিমিটেড
১৩নং পটুয়াটোলা লেন, কলিকাতা।
অশ্বিনী!
আবাল্য একসঙ্গে কাটিতেছে
তোমার দাবী তাই অগ্রগণ্য
বলিয়া তোমাকেই
দিলাম
ভূমিকা
যে উদ্দেশ্যে “৮০ দিনে ভূপ্রদক্ষিণ” লিখিয়াছি, যে উদ্দেশ্যে “পাতালে” লিখিলাম—সেই উদ্দেশ্যেই এই গ্রন্থ লিখিত হইল।
নানা য়ুরোপীয় ভাষায় যাহা আছে, বাঙ্গালায় তাহা থাকা প্রয়োজন মনে করি।
বাঙ্গালা পুস্তকে ছাপার ভুল অনিবার্য্য। পাঠকগণ অনুগ্রহ পূর্ব্বক মার্জ্জনা করিবেন। নিবেদন ইতি।
মুন্সীগঞ্জ (ঢাকা
১৩০শে মাঘ ১৩২১
|
|
নিবেদক |
সূচীপত্র



এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩০ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।

এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯৩০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক ১৯৬১ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৬০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।