বোধোদয়

উইকিসংকলন থেকে

RUDIMENTS OF KNOWLEDGE.

BY
ESHWAR CHANDRA VIDYASAGAR.
''''''''''''''''''''''''''''
SECOND EDITION
————————
CALCUTTA.
PRINTED AT THE SANSKRIT PRESS.


1852.

বোধোদয়
শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত
কলিকাতা।
সংস্কৃত যন্ত্রে দ্বিতীয়বার মুদ্রিত।
সংবৎ ১৯০৮।

প্রথম বারের বিজ্ঞাপন

.....

 বোধোদয় নানা ইঙ্গরেজী পুস্তক হইতে সঙ্কলিত হইল; পুস্তক বিশেষের অনুবাদ নহে। যে কয়েকটী বিষয় লিখিত হইল বোধ করি তৎপাঠে, অমূলক কল্পিত গল্প পাঠ অপেক্ষা, অনেক উপকার দর্শিতে পরিবেক। অল্পবয়স্ক সুকুমায়মতি বালক বালিকারা অনায়াসে বুঝিতে পরিবে, এই আশয়ে অতিসরল ভাষায় লিখিবার নিমিত্ত বিশেষ যত্ন করিয়ছি; কিন্তু কত দূর পর্যন্ত কৃতকার্য্য হইয়াছি, বলিতে পারিনা। মধ্যে মধ্যে অগত্যা যে যে অপ্রচলিত দুরূহ শব্দ প্রয়োগ করতে হইয়াছে, পাঠকবর্গের বোধসৌকর্য্যার্থে পুস্তকের শেষে সেই সকল শব্দের অর্থ লিখিত হইল। এক্ষণে বোধোদয় সর্ব্বত্র পরিগৃহীত হইলে, শ্রম সকল বোধ করিব।

শ্রীঈশ্বরচন্দ্র শর্ম্মা
কলিকতা।
২০এ চৈত্র। সংবৎ ১৯০৭।


দ্বিতীয় বারের বিজ্ঞাপন।

 বোধোদয় প্রথম বার যেরূপ মুদ্রিত হইয়াছিল প্রায় তাহাই রহিল। কেবল কোন কোন স্থানে ভাষার কিছু কিছু পরিবর্ত্ত করা গিয়াছে, যে যে স্থানে ভুল ছিল সংশোধিত হইয়াছে আর সুসংলগ্ন করিবার নিমিত্ত কয়েকটী প্রকরণের ক্রম বিপর্য্যয় কমা গিয়াছে।

শ্রীঈশ্বরচন্দ্র শর্ম্মা।
কলিকতা।
১৯এ ফাল্গুণ। সংবৎ ১৯০৮।

সূচীপত্র।

প্রকরণ
পৃষ্ঠা
     
     
১১
     
১৯
     
২৬
২৯
      
৩৪
     
৩৮
৪৬
৫০
     
৫৩
      
৬১
      
৬৩
     
৬৬
৭০
৭৫

এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।