ব্যবহারকারী:Hrishikes/খেলাঘর

উইকিসংকলন থেকে

সাময়িকপত্রে প্রকাশিত রচনার কপিরাইট[সম্পাদনা]

বাণিজ্যিক সাময়িকপত্র[সম্পাদনা]

সার্বিক পরিষেবা বনাম বিশেষ পরিষেবা

লেখক যদি সাময়িকপত্রের কর্মচারী হন, তবে নিয়োগকালীন তাঁর সব লেখাতেই সাময়িকপত্রের কপিরাইট থাকে, একে বলে সার্বিক পরিষেবা চুক্তি (contract of service)। যদি কোন নির্দিষ্ট রচনার জন্য লেখকের সঙ্গে সাময়িকপত্রের আর্থিক চুক্তি থাকে, তবে তাকে বলে বিশেষ পরিষেবা চুক্তি (contract for service)। এক্ষেত্রে শুধু সেই লেখাটির কপিরাইটের অধিকারী সংশ্লিষ্ট সাময়িকপত্র, লেখকের অন্যান্য লেখার নয়। ভারতীয় কপিরাইট আইনের ধারা ১৭ অনুযায়ী এধরণের আর্থিক চুক্তিবদ্ধ লেখার ক্ষেত্রে কপিরাইট সাময়িকপত্রের।

বিশেষ পরিষেবা সংজ্ঞায়িত হয়েছিল ১৯১৬ সালের একটা বিখ্যাত মামলায়। লন্ডন বিশ্ববিদ্যালয় প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দিয়েছিল দুই অধ্যাপককে। পরীক্ষার পর প্রশ্নপত্র-সংকলন ছাপার অধিকার দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ছাপাখানাকে। ইতিমধ্যে ইউনিভার্সিটি টিউটোরিয়াল প্রেস নামে অন্য এক ছাপাখানা পরীক্ষার্থীদের থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলি ছেপে বের করে। বিশ্ববিদ্যালয় কপিরাইট ভঙ্গের মামলা করলে টিউটোরিয়াল প্রেস বলে, প্রশ্নপত্র তেমন কোন মৌলিক সাহিত্য নয়, তাই তা কপিরাইটের যোগ্য নয়। বিচারক রায় দেন, প্রশ্নপত্র তৈরিতে যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন, তাই তা মৌলিক কাজ এবং কপিরাইটের উপযুক্ত; এবং বিশেষ পরিষেবা চুক্তির দরুণ কপিরাইট বিশ্ববিদ্যালয়ের।

শৈক্ষণিক সাময়িকপত্র[সম্পাদনা]

শৈক্ষণিক (academic) সাময়িকপত্র আর্থিক চুক্তিতে যায় না, ফলে লেখক এক্ষেত্রে কর্মচারী হিসেবে গণ্য নন। এই ধরণের জার্নাল লেখকের সঙ্গে কপিরাইট হস্তান্তর চুক্তি করে, যা ভারতীয় কপিরাইট আইনের ধারা ১৮ অনুযায়ী বৈধ। এতে সময়, ভৌগোলিক সীমা ও অন্যান্য শর্ত লাগানো যায়; শর্ত না থাকলে ধারা ১৯ অনুযায়ী পাঁচ বছর পর কপিরাইট লেখকের কাছে ফেরত যায়।

কপিরাইটের বহুবিভাজন[সম্পাদনা]

এক্ষেত্রে লেখক কপিরাইটের বহুবিভাজন করে খণ্ডগুলি আলাদা ভাবে বিক্রি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি বিশেষ প্রচলিত। যথা, প্রথম প্রকাশনার অধিকার (যে কোন মাধ্যমে), প্রথম মুদ্রণের অধিকার, প্রথম ইলেকট্রনিক প্রকাশনার অধিকার, সংকলন প্রকাশের অধিকার, উত্তর আমেরিকায় প্রথম প্রকাশের অধিকার ইত্যাদি। ফলে চুক্তি কি ছিল তা জানা না থাকলে মার্কিন সাময়িকপত্রের ক্ষেত্রে প্রথম প্রকাশনার অধিকার ধরতে হবে এবং লেখকই কপিরাইটের অধিকারী বলে গণ্য হবেন।

FQM+Dropinitial[সম্পাদনা]

T HE times are peaceful, and we know
 No unsheathed sword, no bended bow;
 No more upon the quiet night
 Flashes the beacon’s sudden light,
 No more the vassals in the hall
 Start at the trumpet’s fiery call;
 And undisturbed the ivy wreath
 Hangs o'er the battlements beneath.
 Years have gone by since English hand
 Spilt English blood on English land.
 —We see the armed warriors ride,
 But only in their plumed pride,
The actual agonies of war,
Thank God, have been from us afar.
We have not seen the silvery flood
Run crimson with our kindred’s blood;
We have not seen the stranger’s tread
Profane the church where slept our dead ;
Nor watched the red and kindled air,
And known our home was blazing there.
Our soldiers to a foreign soil
Kept the wild warfare’s blood and toil,
And news of some proud victory
Was all that ever crost the sea.


গণহারে পাতা স্থানান্তরণের স্বয়ংক্রিয় ব্যবস্থা[সম্পাদনা]

উইকিসংকলন:লিপিশালা/মহাফেজখানা/৫#গণহারে পাতা স্থানান্তরণের স্বয়ংক্রিয় ব্যবস্থা-এর পর থেকে।

উইন্ডোজ়-এ কাজটি করার প্রক্রিয়া।

  1. পাইথন 2.7 ইন্স্টল করুন। (https://www.python.org/downloads/windows/)
  2. নোটপ্যাড++ ইন্স্টল করুন। (https://notepad-plus-plus.org/download/v7.5.6.html)
  3. গিটহাবে (https://github.com/tshrinivasan/tools-for-wiki) গিয়ে সবুজ রঙের clone or download বোতাম থেকে tools-for-wiki-master.zip ডাউনলোড করে extract করুন; extracted folder থেকে move-pages-bn-wikisource বাদে বাকি ফোল্ডারগুলি ডিলিট করে দিন। এবার tools-for-wiki-master ফোল্ডারটি C:\Windows\System32 ফোল্ডারে স্থানান্তরিত করুন।
  4. config.ini ফাইলটিকে right click করে Edit with Notepad++ টিপুন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন। (wiki_username = আপনার ব্যবহারকারী নাম -- wiki_password = আপনার পাসওয়ার্ড -- wikisource_language = bn বা যা উপযুক্ত)। তৎসহ এর ফুটার অংশ থেকে গিটহাবের কপিরাইট লাইনটি বাদ দিয়ে দিন। (Regular Notepad দিয়ে করবেন না, তাতে ফাইলের শুরুতে Byte Order Mark এসে যাবে)
  5. Start বোতাম টিপে search box-এ sysdm.cpl খুঁজুন এবং সেটিকে right click করে Run as Administrator টিপে খুলুন। "Advanced" মেনুতে Environment Variables-এ যান; System variables তালিকার "Path" variable-এ Python27 এবং Python27\Scripts ফোল্ডারদুটি সঠিক ঠিকানাসহ যোগ করুন।
  6. Start বোতাম টিপে search box-এ cmd.exe খুঁজুন এবং সেটিকে right click করে Run as Administrator টিপে খুলুন। এতে command দিন: pip install wikitools এবং pip install poster.
  7. সংশ্লিষ্ট উইকিসংকলনে নিজের user group-এ bot user যোগ করুন।
  8. এবার cmd.exe-তে পরপর command দিন: cd tools-for-wiki-master -- cd move-pages-bn-wikisource -- python move-pages.py
  9. সংশ্লিষ্ট বইটিতে শুধু পরপর পাতা নামস্থানে পাতা আছে, মাঝে কোন ফাঁক নেই, এমন অংশগুলিকেই একবারে স্থানান্তরিত করা যাবে।
  10. প্রতিবার পাতা স্থানান্তরণের আগে config.ini-তে settings পাল্টান: book_name = Page:বইয়ের নাম.pdf (বা djvu) -- start_page_number = শুরুর পাতার সংখ্যা -- end_page_number = শেষ পাতার সংখ্যা -- increment_order = কতগুলি পাতার পার্থক্য থাকবে, তার সংখ্যা
  11. বর্তমানে সারাংশ ইংরেজিতে দেয়, বাংলা করতে move-pages-bn-wikisource ফোল্ডারের move-pages.py স্ক্রিপ্টে যেয়ে ১১৭ নং লাইনের লেখা page.move( new_pagename, reason = "Moved page", noredirect=True) কে page.move( new_pagename, reason = u"পাতা স্থানান্তর", noredirect=True) করতে হবে। (উদ্ধৃতির আগে u লাগাতে ভুলবেন না, নইলে ASCII codec এটি পড়তে পারবে না)

Pywikibot touch edit[সম্পাদনা]

  1. http://tools.wmflabs.org/pywikibot/core.zip থেকে pywikibot ডাউনলোড করুন।
  2. C:\Users\username\pywikibot ফোল্ডার বানিয়ে তাতে core.zip থেকে পাওয়া core ফোল্ডারের সামগ্রী রাখুন (core ফোল্ডার থেকে বের করে)।
  3. cmd.exe তে: c:
  4. cd "\Users\username\pywikibot"
  5. python pwb.py generate_user_files
  6. python pwb.py login
  7. python pwb.py touch -lang:bn -family:wikisource -pt:0 -maxlag:1 "-start:Page:ফাইলের নাম.pdf/পাতার সংখ্যা"
  8. omit -pt:0 -maxlag:1 for quick edit
  9. Edit summary: L1415 of page.py
  10. For bot right: minor=False, botflag=True, force=True, async=False at L1214-15 of page.py
  11. user-config.py: change user name to bot
  12. go to the scripts subfolder and copy touch.py folder and paste it under pywikibot main folder

ব্রিটিশ লাইব্রেরি থেকে গণ-ডাউনলোড[সম্পাদনা]

উইকিসংকলন:ব্রিটিশ লাইব্রেরি/এন্ডেঞ্জার্ড আর্কাইভ প্রোগ্রাম

  1. Python3 ডাউনলোড করুন; ইন্‌স্টল হওয়ার সময় system path-এ অন্তর্ভুক্ত হওয়ার পছন্দ দিন।
  2. eap2pdf-master ফাইলটি ডাউনলোড করুন। পছন্দমত জায়গায় extract করুন।
  3. cmd.exe খুলুন (as admin)। Command দিন: pip3 install lxml
  4. এবার eap2pdf-master ফোল্ডারটি c-drive-এ থাকলে c: এবং d-drive-এ থাকলে d: লিখে enter → cd "a\b\eap2pdf-master\eap2pdf-master" (a ও b স্থলে ফোল্ডারের প্রকৃত নাম)
  5. pip3 install -r requirements.txt
  6. ব্রিটিশ লাইব্রেরির কোন নির্দিষ্ট collection এর সব বই mass-download করার জন্য eap2pdf ফোল্ডারে collections.txt ফাইলে EAPabc-x-y আকারে তালিকা তৈরি করুন।
  7. python get_eap_entry.py
  8. python eap_download_mass.py

একটি বই ডাউনলোড করতে eap_files.txt ফাইল থেকে বাকি বইগুলি হটিয়ে দিন python eap_download_mass.py command দেওয়ার আগে।

পাতা শিকার[সম্পাদনা]

বই গ্রন্থাগার Metadata
নির্ঘণ্ট:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu North Bengal State Library, Coochbehar https://archive.org/details/in.ernet.dli.2015.289323
নির্ঘণ্ট:১৯০৫ সালে বাংলা.pdf বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা https://archive.org/details/in.ernet.dli.2015.324326

প্রজাপতি[সম্পাদনা]

 
 
 
 
 



 
   
 
 
 
   
 

ভূগোল[সম্পাদনা]

  উত্তর ৯০     ৯০ কেন্দ্র        
৬৬।।       উ. শীত কটিবন্ধ       ৬৬।।
২৩।।  উ. সম কটিবন্ধ ২৩।।
রেখাভূমি                                                    উষ্ণ কটিবন্ধ                                                   রেখাভূমি
২৩।।        দ. সম কটিবন্ধ       ২৩।।
৬৬।।       দ. শীত কটিবন্ধ       ৬৬।।
  দক্ষিণ ৯০     ৯০ কেন্দ্র        

ফন্ট[সম্পাদনা]

বাংলা

বাংলা

বাংলা