ব্যবহারকারী আলাপ:জয়শ্রীরাম সরকার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে
(ব্যবহারকারী আলাপ:Joysriramsarkar.manathetiger56 থেকে পুনর্নির্দেশিত)

Jayanta(জয়ন্ত) ১৯:৪৫, ১৩ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আনন্দীবাঈ ইত্যাদি গল্প[সম্পাদনা]

সুধী, আপনি হয়তো জানেন না, তাই আপনার জ্ঞাতার্থে জানাই, কোন বইয়ের মুদ্রণ সংশোধন যদি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে নতুন করে যিনি আসবেন তাঁর সেই বইয়ের অন্ততঃ ৩০/৪০ পাতা বাদ দিয়ে শুরু করাই নিয়ম। আসলে তাতে কিছু সমস্যা এড়ানো যায়। এটি নিয়মাবলীতেও লেখা আছে, ৯ নম্বরে। আপনাকে অনুরোধ করব একটু মেনে চলতে। ভালো থাকবেন। Nettime Sujata (আলাপ) ১৭:৪১, ৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

বেশ। জয়শ্রীরাম সরকার (আলাপ) ০২:৫৭, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

লাল পাতা[সম্পাদনা]

সুধী, দয়া করে কোন বইয়ের পাতা প্রুফরিড না করে পরপর লাল করবেন না। আগে পাতাগুলিকে এক এক করে প্রুফরিড করে শেষ করুন, তারপর অন্য পাতা ধরবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:০০, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

আবারও বলছি, দয়া করে কোন বইয়ের পাতা শুধুমাত্র ওসিআর করে আর যতটা সম্ভব প্রুফরিড না করে পাতা লাল করবেন না। আপনি অযথা জঞ্জালের পরিমাণ আর আমাদের কাজ বাড়াচ্ছেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:১০, ২৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Meetup cum wikisource workshop 2023[সম্পাদনা]

সুধী,

পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের তরফ থেকে আগামী ২৩ শে এপ্রিল ২০২৩ রবিবার স্থান- ফেডারেশন হল সোসাইটি ১ম তলা, ২৯৪/২/১, এ.পি.সি. রোড, কলকাতা--৭০০০০৯ (ব্রাহ্ম গার্লস স্কুলের কাছে)। অফ-লাইন মিটআপ কাম উইকিসংকলন ওয়ার্কশপ এর ব্যবস্থা করা হয়েছে। এই মিটআপে সম্প্রদায়ের মধ্যে উইকিমিডিয়ার বিভিন্ন বিষয়, সমস্যা, কার্যাবলী, সরঞ্জাম ইত্যাদি বিষয়ে সম্বন্ধে আলোচনা হবে এবং উইকিসংকলনের এডিটা-থন ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

এই মিটআপ কাম ওয়ার্কশপ সকাল ১০টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত উইকিসংকলনের ওয়ার্কশপ এবং ৩টা থেকে ৬ টা পর্যন্ত মিটআপের আলোচনা চলবে। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহন কামনা করি।

  • স্থান গুগল ম্যাপঃ- [১]

ধন্যবাদ,

তরুণ সামন্ত (পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে)9681697291 Tarunsamanta (আলাপ) ০৮:৫৮, ১৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। কিন্তু এতদূর আমার পক্ষে যাওয়া মুশকিল, খরচসাপেক্ষও। জয়শ্রীরাম সরকার (আলাপ) ১১:৪৭, ১৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]