ব্যবহারকারী আলাপ:Santd3

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে

--Atudu (আলাপ) ১৮:২০, ৭ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলায় সারাংশ লিখুন[সম্পাদনা]

প্রিয় Santd3, শুভেচ্ছা নিবেন। বাংলা উইকিসংকলনে কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অবদানের পাতায় দেখতে পাচ্ছি যে আপনি লেখার পর সংরক্ষণের পূর্বে সম্পাদনা সারাংশ ইংরেজিতে দিচ্ছেন। লক্ষ্য করুন, এটি বাংলা উইকিসংকলন তাই এখানে দুই একটি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে লেখকগণ সম্পাদনা সারাংশ বাংলাতে দিবেন এটাই আশা করা হয়। আমি আপনাকে যেভাবেই হোক দু-একটি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে সারাংশ সবসময় বাংলাতে দিতে আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৩, ৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আফতাবুজ্জামান। উইকিপিডিয়ায় আমি আমার যাত্রা আজই শুরু করলাম। কিছু ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দেবেন এবং শুধরে দেওয়ার পরামর্শও দেবেন। আপাতত যে সম্পাদনা সংরক্ষিত হয়ে গেছে, সেগুলিতে ভাষার পরিবর্তন আনা যায় কি না, যদি জানান, তাহলে বাধিত হব। অনুরূপ শুধরে দেওয়ার চেষ্টা করব। --Santd3 (আলাপ) ১৬:০৯, ৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বিরক্ত হবেন না। যেগুলি হয়ে গেছে তাতে আর কিছু করার নেই। আপনি বাংলায় সারাংশ দিচ্ছেন দেখেছি। তবে এখনো: Proofread: ওসিআর ভুল শোধরানো হল। (ধূসর রঙে লেখা) এটি মত আসছে কেন তা বুঝছি না। কেননা সারাংশের উপর গোল বোতামগুলিতে ক্লিক করলে এখানে স্বয়ংক্রিয়ভাবে Proofread বা Validated-এর পরিবর্তে মুদ্রণ সংশোধন করা হয়েছে বা বৈধকরণ আসার কথা। আমার মনে হচ্ছে আপনি ম্যানুয়ালি সব দিচ্ছেন। ২টি কাজ করতে পাবেন। ১. ব্রাউজের ক্যাশ পরিষ্কার করে নিলে ব্রাউজার আর ইংরেজিতে সম্পাদনা সারাংশ দেখাবে না, তখন আপনি নতুন করে বাংলা সারাংশ দিলে ব্রাউজার পরবর্তীতে তাই দেখাবে। অথবা ২. পরিবর্তী সম্পাদনার পর ব্রাউজার থেকে পূরণ না করে এটি দিন: /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ ওসিআর ভুল শোধরানো হল। (এটি নমুনামাত্র, আপনি আপনার মত পরিবর্তন করুন) এই রকম বাংলায় কয়েকবার দিলে সারাংশ ঘরে ক্লিক করলে ব্রাউজার আপনাকে বাংলায় সারাংশ দেখাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১১, ৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আমার মনে হয়, উনি আমার পছন্দ থেকে ডিফল্ট ভাষা বাংলার বদলে ইংরেজি করে রেখেছেন, তাই এমনটা হচ্ছে। Jayantanth (আলাপ) ১৯:১৭, ৯ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
Santd3, এখন সারাংশ ঠিক হচ্ছে। ধন্যবাদ --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৮, ১০ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। --Santd3 (আলাপ) ১৯:০৯, ১০ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Indic Wikisource Proofreadthon II 2020[সম্পাদনা]

Sorry for writing this message in English - feel free to help us translating it