ভারতবর্ষ
অবয়ব
ভারতবর্ষ।
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত।
কলিকাতা,
২০ কর্ণওয়ালিস ষ্ট্রীট্, মজুমদার লাইব্রেরি
হইতে প্রকাশিত।
১৩১২
মূল্য॥৵৹ দশ আনা।
কলিকাতা
২০ কর্ণওয়ালিস ষ্ট্রীট্, “দিনময়ী প্রেসে”
শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত।
প্রকাশকের নিবেদন।
এই গ্রন্থের সমস্ত প্রবন্ধই বঙ্গদর্শনে (নব পর্য্যায়) প্রকাশিত হইয়াছিল। এক্ষণে কোন কোন প্রবন্ধের স্থানে স্থানে সামান্য পরিবর্ত্তন হইয়াছে মাত্র।
এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯২৯ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক 1941 সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৭০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।