বিষয়বস্তুতে চলুন

ভারতের সংবিধান (২০২২)/দশম তফসিল

উইকিসংকলন থেকে
বিধি বিভাগ অনূদিত
(পৃ. ৩৩২-৩৩৫)

দশম তফসিল
[ ১০২(১) ও ১৯১(২) অনুচ্ছেদ ]
দলবদল হেতু নির্যোগ্যতা সম্পর্কে বিধান

 ১। অর্থপ্রকটন।— এই তফসিলে, প্রসঙ্গতঃ অন্যথা আবশ্যক না হইলে,—

(ক) "সদন" বলিতে সংসদের যেকোন সদন ওঠে, ক্ষেত্রানুযায়ী, কোন রাজ্যের বিধানসভা অথবা, বিধানমণ্ডলের যেকোন সদন বুঝায়;
(খ) "বিধানমণ্ডল-দল" বলিতে, ২ প্যারাগ্রাফ বা ***৪ প্যারাগ্রাফ অনুসারে কোন সদনের কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত কোন সদস্য সম্পর্কে, উক্ত বিধানসমূহ অনুসারে তৎসময়ে ঐ সদনের যেসকল সদস্য ঐ রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত সেই সকল সদস্য সম্বলিত গোষ্ঠী বুঝায়;
(গ) "মূল রাজনৈতিক দল" বলিতে, কোন সদনের সদস্য সম্পর্কে, তিনি যে রাজনৈতিক দলের সদস্য, ২ প্যারাগ্রাফের (১) উপ-প্যারাগ্রাফের প্রয়োজনে সেই রাজনৈতিক দল বুঝায়;
(ঘ) "প্যারাগ্রাফ" বলিতে এই তফসিলের প্যারাগ্রাফ বুঝায়;

 ২। দলবদল হেতু নির্যোগ্যতা।— (১) [৪ এবং ৫ প্যারাগ্রাফ]-এর বিধানসমূহ সাপেক্ষে, কোন সদনের কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত কোন সদস্য ঐ সদনের সদস্য হইবার পক্ষে নির্যোগ্য হইবেন—

(ক) যদি তিনি ঐ রাজনৈতিক দলের সদস্যপদ স্বেচ্ছাকৃতভাবে ত্যাগ করিয়া থাকেন

অথবা

(খ) যদি তিনি ঐ সদনে, তিনি যে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত তৎকর্তৃক অথবা তদ্বারা এতৎপক্ষে প্রাধিকৃত কোন ব্যক্তি বা প্রাধিকারী কর্তৃক প্রচারিত কোন নির্দেশের বিরুদ্ধে, উভয়ের কোন ক্ষেত্রেই ঐরূপ রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রাধিকারীর পূর্ব অনুমতি না লইয়া, ভোটদান করেন বা ভোটদানে বিরত থাকেন এবং ঐরূপ ভোটদান করা বা ভোটদানে বিরত থাকা যদি ঐরূপ ভোটদান করা বা ভোটদানে বিরত থাকার তারিখ হইতে পনের দিনের মধ্যে মার্জনাপ্রাপ্ত না হইয়া থাকে।

 ব্যাখ্যা।— এই উপ-প্যারাগ্রাফের প্রয়োজনে,—

(ক) কোন সদনের কোন নির্বাচিত সদস্য, ঐ সদস্যপদ নির্বাচনের জন্য প্রার্থীরূপে কোন রাজনৈতিক দলের দ্বারা উপস্থাপিত হইয়া থাকিলে, সেই রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হইয়া গণ্য হইবেন;
(খ) কোন সদনের কোন মনোনীত প্রার্থী,—
(i) যেস্থলে তাঁহার ঐরূপ সদস্যপদে মনোনয়নের তারিখে তিনি কোন রাজনৈতিক দলের সদস্য থাকেন সেস্থলে, সেই রাজনৈতিক দলের
অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবেন;
(ii) অন্য কোন ক্ষেত্রে, ক্ষেত্রানুযায়ী, যে তারিখে তিনি ৯৯ অনুচ্ছেদ বা ১৮৮ অনুচ্ছেদের আবশ্যকতাসমূহ পরিপূরণ করিবার পর তাঁহার আসন গ্রহণ করেন সেই তারিখ হইতে ছয় মাস অতিক্রান্ত হইবার পূর্বে, ক্ষেত্রানুযায়ী, যে রাজনৈতিক দলের সদস্য তিনি হন বা প্রথমবার হন, সেই রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবেন।

 (২) কোন সদস্যের কোন নির্বাচিত সদস্য, যিনি কোন রাজনৈতিক দল কর্তৃক উপস্থাপিত প্রার্থীরূপে ভিন্ন অন্যথা এই পদে নির্বাচিত হইয়াছেন, তিনি যদি ঐরূপ নির্বাচনের পর কোন রাজনৈতিক দল যোগদান করেন, তাহাহইলে, ঐ সদনের সদস্য হইবার পক্ষে নির্যোগ্য হইবেন।

 (৩) কোন সদস্যের কোন মনোনীত সদস্য, ক্ষেত্রানুযায়ী, যে তারিখে তিনি ৯৯ অনুচ্ছেদ বা, ১৮৮ অনুচ্ছেদের আবশ্যকতাসমূহ পরিপূরণ করিবার পর তাঁহার আসন গ্রহণ করেন সেই তারিখ হইতে ছয় মাস অতিক্রান্ত হইবার পর যদি কোন রাজনৈতিক দল যোগদান করেন, তাহাহইলে, ঐ সদনের সদস্য হইবার পক্ষে নির্যোগ্য হইবেন।

 (৩) কোন সদস্যের কোন মনোনীত সদস্য, ক্ষেত্রানুযায়ী, যে তারিখে তিনি ৯৯ অনুচ্ছেদ বা, ১৮৮ অনুচ্ছেদের আবশ্যকতাসমূহ পরিপূরণ করিবার পর তাঁহার আসন গ্রহণ করেন সেই তারিখ হইতে ছয় মাস অতিক্রান্ত হইবার পর যদি কোন রাজনৈতিক দল যোগদান করেন, তাহাহইলে, ঐ সদনের সদস্য হইবার পক্ষে নির্যোগ্য হইবেন।

 (৪) এই প্যারাগ্রাফের পূর্বগামী বিধানসমূহে যাহা কিছু আছে তৎসত্ত্বেও, কোন ব্যক্তি, যিনি সংবিধান (দ্বিপঞ্চাশ সংশোধন) আইন, ১৯৮৫-র প্রারম্ভের পর কোন সদনের সদস্য (নির্বাচিত বা মনোনীত যেরূপ সদস্যই হউন),—

(i) ঐরূপ প্রারম্ভের অব্যবহিত পূর্বে কোন রাজনৈতিক দলের সদস্য থাকিলে এই প্যারাগ্রাফের (১) উপ-প্যারাগ্রাফের প্রয়োজনে, ঐ রাজনৈতিক দল কর্তৃক উপস্থাপিত প্রার্থীরূপে ঐ সদনের সদস্যপদে নির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন;
(ii) অন্য কোন ক্ষেত্রে, এই প্যারাগ্রাফের (২) উপ-প্যারাগ্রাফের প্রয়োজনে ঐ সদনের এরূপ সদস্যরূপে গণ্য হইবেন যিনি, ক্ষেত্রানুযায়ী, কোন রাজনৈতিক দল কর্তৃক উপস্থাপিত প্রার্থীরূপে ভিন্ন অন্যথা ঐ সদস্যপদে নির্বাচিত হইয়াছেন অথবা, এই প্যারাগ্রাফের (৩) উপ-প্যারাগ্রাফের প্রয়োজনে ঐ সদস্যের মনোনীত সদস্যরূপে গণ্য হইবেন;
* * * * *

 ৪। দলবদল হেতু নির্যোগ্যতা মিলনের ক্ষেত্রে প্রযুক্ত হইবে না।—

 (১) কোন সদনের কোন সদস্য ২ প্যারাগ্রাফের (১) উপ-প্যারাগ্রাফ অনুযায়ী নির্যোগ্য হইবেন না যেস্থলে তাঁহার মূল রাজনৈতিক দল অন্য কোন রাজনৈতিক দলের সহিত মিলিত হইয়া যায় এবং তিনি ইহা দাবি করেন যে তিনি এবং তাঁহার মূল রাজনৈতিক দলের অন্য কোন সদস্য—

(ক) ক্ষেত্রানুযায়ী, ঐরূপ অঙ্গ রাজনৈতিক দলের অথবা, ঐরূপ মিলনের দ্বারা গঠিত নতুন কোন রাজনৈতিক দলের সদস্য হইয়াছেন; অথবা
(খ) ঐ মিলন স্বীকার করেন নাই এবং পৃথক গোষ্ঠী হিসাবে কার্য করিবার জন্য বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন,
 এবং ঐরূপ মিলনের সময় হইতে, ক্ষেত্রানুযায়ী, ঐরূপ অন্য রাজনৈতিক দল বা, নূতন রাজনৈতিক দল বা গোষ্ঠী, ২ প্যারাগ্রাফের (১) উপ-প্যারাগ্রাফের প্রয়োজনে, তিনি যাহার অন্তর্ভুক্ত এরূপ রাজনৈতিক দল বলিয়া এবং, এই উপ-প্যারাগ্রাফের প্রয়োজনে, তাঁহার মূল রাজনৈতিক দল বলিয়া গণ্য হইবে।

 (২) এই প্যারাগ্রাফের (১) উপ-প্যারাগ্রাফের প্রয়োজনে, কোন সদনের কোন সদস্যের মূল রাজনৈতিক দলের মিলন ঘটিয়েছে বলিয়া গণ্য হয় যদি, এবং কেবল যদি, সংশ্লিষ্ট বিধানমন্ডলদলের অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্য ঐরূপ মিলনে সম্মত হইয়া থাকেন। পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/৩৭২