ভুল সুকোমল/আমার শরীর ছুঁয়ে

উইকিসংকলন থেকে

আমার শরীর ছুঁঁয়ে

আমার শরীর ছুঁয়ে অন্ধ এই মাটি
এ কোন পৃথিবী নিবিড়তা ছিঁঁড়ে ফেলে
 আবার নিবিড় হ’তে চায়
আবার শরীর ঘুরে অদৃশ্য গ্রন্থির আঁকাবাঁকা
অন্ধমাটি নিরুপায় কম্পমান ব্যাপ্ত কুয়াশায়
মাটির অনেক নীচে কত রোল ছলছল জল
অবিরল উৎসারণে চোখের মণিতে কেঁপে ওঠে
কেঁপে ওঠে দিন অফুরান
কোন এক রাগিণীর অনন্ত সময়

আমার শরীর ছুঁয়ে জিগীষাবিশাল
এ কোন পৃথিবী আগামীর তট ছুঁয়ে বুক রাখে
বুক রাখে সরল আত্মায়······অন্ধমাটি নিরুপায়
নিবিড়তা ছিঁঁড়ে ফেলে আবার নিবিড হ’তে চায
আবার মাটির স্পর্শে নিবিড রাত্রির ঘুম এলে
সঙ্গীতের গভীরতা হ’য়ে
 নিজস্ব নিস্বনে ভাসে
কোন এক রাগিণীর অনন্ত সময়।