মুরলী/১৩

উইকিসংকলন থেকে
১৩
রঙ্গিণী।
ধানসী—যৎ।

কে তুমি গো বিদেশিনী,
কাহার রমণী,
চেনা যেন মুখখানি;
ওগো শ্যামাঙ্গিনী
অনঙ্গ রূপিনী,
শ্যাম অনুরূপিনী।
অঙ্গ ভঙ্গী বাঁকা
ফুলতনু ঢাকা
সকলি কালার মত।
চাহনি, চলন,
কানুর মতন
নখে ঝরে চাঁদ শত—
হৃদয়ে ধরিতে
সাধ যায় চিতে,
আমি যে কৃষ্ণ-ভাবিনী।
শ্যাম ভাবিয়া
রাখিব ধরিয়া
তোমারে হৃদয়ে ধনি।