মুরলী/১৮

উইকিসংকলন থেকে
১৮
রূপ
কীর্ত্তন—একতালা।

সুন্দর মদন মোহন বেশম্‌।
তরুণ অরুণ চরণ কিরণ
ইন্দু বদনে মৃদু মধুর হাসম্‌।
মরকত মুকুর মুখ-পঙ্কজ
মুরলী মুখরিত ললিত তানম্।
পুলকিত যমুনা
চঞ্চল গমনা
ধীরি ধীরি বহে উজানম্‌।
নয়ন খঞ্জন
অঞ্জন গঞ্জন,
মনোহর তিলক রসালম্‌।
মঞ্জীয় রঞ্জিত
মুকুতা খচিত
শোভিত কোমল চরণ কমলম্‌।
সুকেশ কুঞ্চিত
শিখণ্ড ভূষিত,
গণ্ড সুশোভিত—বিশাল ভালম্‌।

গ্রীবাবলম্বন
চুম্বিত চরণ
বিলম্বিত স্বন্দর বনফুল হারম্‌।
শ্রীকর বলয়,
কুণ্ডল, মণিময়
কনক কিঙ্কিনী কটিতট বাসম্‌।
মগ্ন ভবপঙ্কে
সারদা আতঙ্কে
কুরু করুণা— কৃপা অবশেষম্‌।