মুরলী/২১

উইকিসংকলন থেকে
২১
মুরলী রবে।
মুলতান—আড়াঠেকা।

মোহন মুরলী বাজে।
কালিন্দীর কুলে  সাঁঝে সকালে
গুরু গুরু হিয়ার মাঝে।
বাজে রাধা ব’লে,
ভাসি নয়ন জলে,
বাজের অধিক বাজে।
কেমনে গো যাই
উপায় যে নাই,
রহি গুরুজন মাঝে।
উদাস বাঁশী
করিল উদাসী
বিমনা যে গৃহকাজে।
সরম ভরম
সকলি গেল যে
কুলবালার কি তা’ সাজে।
ঐ বাজে মুরলী বাজে॥