মুরলী/৩

উইকিসংকলন থেকে


মুরলী।

প্রেমের-সাগর।

মিশ্র-কীর্ত্তন—একতালা।
সুধীর শান্ত ক্ষমাবন্ত
কে তুমি হে—
ভুলোকে প্রেম পুলকে মাতালে হে।
জগত মোহিল
 ভুবন গাহিল
অমিয়-সাগরে ভাসিয়া হে।
পতিত পাতকী  
কেহ নহে বাকী
সবে শমনেরে ফাঁকি দিল হে।
কে তুমি কে তুমি নদীয়ার মাঝে
আপনি কাঁদিয়া কাঁদাও হে।
বিশ্ব-নাগর  প্রেম-সাগর
 বুঝি গৌর গুণাকর হে;
হরিনাম গুণ সদা সঙ্কীর্ত্তন
 সঙ্কীর্ত্তন-রস-বিভোর হে।