মুরলী/৩৪

উইকিসংকলন থেকে
৩৪
বিপদ।
মিশ্র-কীর্ত্তন—ত্রিতালী।

সখি, না এল কালা কুঞ্জে।
রজনী পোহা’ল মন আশা বিফল
বঁধূ যে গো চন্দ্রাবলী কুঞ্জে।
কনক কিরণ তপন প্রকাশে,
মলিন চন্দ্রিমা হাসি।
গন্ধ বিহীন মালতী কিংশুক
শুদ্ধ কুসুম রাশি।
দিগন্ত ব্যাপিয়া গায়িল কোকিল।
মধুর মধুর তানে।
ভ্রমর আকুল হইয়া ধাইল
মত্ত মধু পানে।
হৃদয়-সরোজে না বসে ভৃঙ্গ
মধুর মধুর গুঞ্জে।
বৃথা বন আমোদি কুঞ্জ কুটীর
বিবিধ প্রসূনে রঞ্জে।