মুরলী/৫৩

উইকিসংকলন থেকে
৫৩
ঝরা ফুল।
ঝিঝিট-খাম্বাজ-একতালা।

বসেছিলাম আপন মনে
জ্বেলে দিয়ে আশার আলো,
আশার আশে সব ফুরা’ল
সুখের আলো নিবে গেল।
ফুটেছিল দিনেকের তরে,
আতপ তাপে শুকিয়ে গেল—
ফুলের দল গেল ঝ’রে,—
গন্ধছিল—গন্ধ-বহ
তা’ও নিল হরে!
এখন কেমন ক’রে
নয়ন জলে—
বিষাদ-মালা গাঁথি বল!