মেঘ ঢাকা আলো/যৌবনের স্রোতে

উইকিসংকলন থেকে

আমার মনের সমুদ্রে সর্বদা—
এক তরুণীর মুখ জ্বল জ্বল কবে
মন যেন তার সঙ্গেই বাঁধে বাসা—
তারই সফেন সমুদ্রের তীরে।

কারও দুঃখ সইতে পারে না,
এ আমার তরুন মন!
নিজের দুঃখেও পাড়ি দিতে চায় না
সঞ্চয় করে এক অদ্ভুত জীবন!

তাকে আমি দূরে সরিয়ে রাখতে চাই
তবু যায় না’ক কেন স’রে!
অপরকে আমি আপন করে নিতে যাই,
দেখি সে রয়েছে আমার অন্তরে।

প্রেম প্রীতিকে মুছে দিয়ে মন
স্নেহের এক নব মন্দির সাজায়।
‘যৌবনের' স্রোতে তরী ছেড়ে দিয়ে দেখি
কতদূর সে ভেসে চলে যায়।