মেঘ ঢাকা আলো/সাথী

উইকিসংকলন থেকে

সেদিন চিনতে পারিনি তোমারে
সিঁথির সিঁদুর দেখে আজ
চিনিবার প্রশ্ন জাগে অন্তরে॥

সাথী ছিলে তুমি যে আমার
সেদিন খেলার ছলে মনের গভীরে
ফুটে ছিলে ছবি হয়ে অজন্তায়

কত স্নেহ-ভালবাসা ছিল তোমার—
সেগুলি আজ যে মনে পড়ে।

সে দিন মিলেছি শুধু দুজনে
মেতে ছিলাম নব-নব খেলায়।
গিয়েছি মোরা জানা অজানার-ই পথে
পেয়েছি হৃদয় খুঁজে শত শত মেলায়।
পড়েছি গলে কত ভালবাসার মাল৷
বাল্যজীবনে প্রথম প্রেমের উদয়;
'আনন্দ সেদিনই মেতেছিল কোমল
কোমল হৃদয় গভীরে॥'