বিষয়বস্তুতে চলুন

রোগশয্যায়/৬

উইকিসংকলন থেকে

ওগাে আমার ভােরের চড়ুই পাখি,
একটুখানি আঁধার থাকতে বাকি
ঘুমঘােরের অল্প অবশেষে,
শাসির পরে ঠোকর মারো এসে,
দেখাে কোনাে খবর আছে নাকি।
তাহার পরে কেবল মিছিমিছি
যেমন খুশি নাচের সঙ্গে
যেমন খুশি কেবল কিচিমিচি;
নির্ভীক ঐ পুচ্ছ।
সকল বাধা শাসন করে তুচ্ছ।
যখন প্রাতে দোয়েলরা দেয় শিস
কবির কাছে পায় তারা বকশিশ,
সার প্রহর একটানা এক পঞ্চম সুর সাধি
লুকিয়ে কোকিল করে কী ওস্তাদি,
সকল পাখি ঠেলে
কালিদাসের বাহবা সেই পেলে।
তুমি কেয়ার করাে না তার কিছু,
মানাে নাকো স্বরগ্রামের কোনাে উঁচু নিচু।
কালিদাসের ঘরের মধ্যে ঢুকে
ছন্দভাঙা চেঁচামেচি
বাধাও কী কৌতুকে।
নবরত্ন-সভায় কবি যখন করে গান
তুমি তারি থামের মাথায় কী করো সন্ধান।
কবিপ্রিয়ার তুমি প্রতিবেশী,
সারা মুখর প্রহর ধ'রে তােমার মেশামেশি।
বসন্তেরি বায়না-করা
নয়তাে তােমার নাট্য,

যেমন-তেমন নাচন তােমার,
নাইকো পারিপাট্য।
অরণ্যেরি গাহন-সভায় যাও না সেলাম ঠুকি’,
আলাের সঙ্গে গ্রাম্য ভাষায় আলাপ মুখোমুখি;
কী যে তাহার মানে
নাইকো অভিধানে,
স্পন্দিত ওই বক্ষটুকু তাহার অর্থ জানে।
ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে কী করাে মস্করা,
অকারণে সমস্ত দিন কিসের এত ত্বরা।
মাটির পরে টান,
ধুলায় করাে স্নান,
এমনি তােমার অযত্নেরি সজ্জা,
মলিনতা লাগে না তায় দেয় না তারে লজ্জা।
বাসা বাঁধাে রাজার ঘরের ছাদের কোণে
লুকোচুরি নাইকো তােমার মনে।


অনিদ্রাতে যখন আমার কাটে দুখের রাত
আশা করি দ্বারে তােমার প্রথম চঞ্চুঘাত।
অভীক তােমার চটুল তােমার
সহজ প্রাণের বাণী
দাও আমারে আনি,
সকল জীবের দিনের আলাে
আমারে লয় ডাকি,
ওগো আমার ভােরের চড়ুই পাখি॥

জোড়াসাঁকো
১১ নভেম্বর, ১৯৪০
প্রাতে